ঢাকা,মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪

কক্সবাজারের সন্তান কায়িদ ঢাকায় শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত

প্রেস বিজ্ঞপ্তি ::

ঢাকা সিটি আন্তঃ কলেজ বির্তক প্রতিযোগিতায় কক্সবাজারের সন্তান কায়িদ মাহমুদ সিদ্দিকী শ্রেষ্ট বক্তা নির্বাচিত হয়েছে। গত ১৭ এপ্রিল ঢাকা ভিকারুন্নেছা নুন কলেজে অনুষ্ঠিত ঢাকা সিটি আন্তঃ কলেজ ফাইনাল বির্তক প্রতিয়োগিতায় ঢাকা উত্তরা মডেল কলেজ, ঢাকা নটরডেম কলেজ, ঢাকা রেসিডেন্সিয়াল কলেজ এবং সর্বশেষ ফাইনালে ভিকারুন্নেছা নুন কলেজকে হারিয়ে উত্তরাস্থ ঢাকা মাইল স্টোন কলেজ চ্যাম্পিয়ন হয়। আর প্রতি বারই মাইল স্টোন কলেজের দল নেতা কায়িদ মাহমুদ সিদ্দিকী শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়। কায়িদ কক্সবাজার শহরের সাহিত্যিকা প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক এবং বায়তুশ শরফ জাব্বারিয়া একাডেমী থেকে মাধ্যমিক পাশ করে। সে কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল এলাকার মাহবুবল হক সিদ্দিকীর নাতি এবং কক্সবাজার সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক গিয়াস উদ্দিন ও উখিয়া কলেজের সমাজ বিজ্ঞানে প্রভাষক কমরুন নাহার কাজলের বড় সন্তান। কায়িদ মাহমুদ সিদ্দিকী’র এই অর্জন কক্সবাজার বাসীর জন্য গর্বের বিষয়।

পাঠকের মতামত: