মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজার জেলার চারটি আসনে মোট ৩০ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষনা করা হয়েছে। এরমধ্য কক্সবাজার-১ আসনে ৮ জন। তাঁরা হলেন-এডভোকেট হাসিনা আহমদ, জাফর আলম, রশিদুল আলম, তানিয়া আফরিন, বদিউল আলম, মোহাম্মদ আলী আজগর, মোহাম্মদ ফয়সাল ও মোহাম্মদ ইলিয়াছ। কক্সবাজার-২ আসনে মোট বৈধ প্রার্থী ১০ জন। তাঁরা হলেন-আনসারুল করিম, আবু ইউসুফ মোহাম্মদ মনজুর আহমদ, আবু মোহাম্মদ মাসুদুল ইসলাম, আলমগীর মুহাম্মদ মাহফুজউল্লাহ ফরিদ, আশেকউল্লাহ রফিক, এএইচএম হামিদুর রহমান আযাদ, জসিম উদ্দিন, মোঃ শহিদুল্লাহ, মোহাম্মদ জিয়াউর রহমান ও শাহেদ সরওয়ার। কক্সবাজার-৩ আসনে মোট বৈধ প্রার্থী ৫ জন। তাঁরা হলেন-লুৎফুর রহমান কাজল, সাইমুম সরওয়ার কমল, মফিজুর রহমান, মোঃ হাছন ও মোহাম্মদ আমিন। কক্সবাজার-৪ আসনে মোট বৈধ প্রার্থী ৭ জন। তাঁরা হলেন- শাহজাহান চৌধুরী, মোহাম্মদ সালাহউদ্দিন, শাহীন আক্তার, মোহাম্মদ শোয়াইব, আবুল মন্ঞ্জুর, রবিউল হোসাইন ও সাইফুদ্দিন খালেদ। চারটি আসনে মোট ৩৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। তারমধ্যে ৪ জনের মনোনয়নপত্র বিভিন্ন কারণে বাতিল করা হয়।
পাঠকের মতামত: