ঢাকা,রোববার, ১২ জানুয়ারী ২০২৫

চকরিয়ায় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার সিদ্ধান্ত নিয়েছে উপজেলা আইনশৃঙ্খলা কমিটি

নিউজ ডেস্ক ::

কক্সবাজারের চকরিয়ায় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার সিদ্ধান্ত নিয়েছে উপজেলা আইনশৃঙ্খলা কমিটি। আজ সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে কমিটির মাসিক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সভায় ইউএনও নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান, উপজেলা চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী, সহকারী ভূমি কমিশনার খোন্দকার মো. ইখতিয়ার উদ্দিন আরাফাত, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. শাহবাজ,  নারী ভাইস চেয়ারম্যান জেসমিন হক চৌধুরী জেসি, ভাইস চেয়ারম্যান মকসুদুল হক চুট্টু, চকরিয়া থানার ওসি মো. হাবিবুর রহমান, মাতামাহুরী উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম চৌধুরী বাবলা প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় সন্ত্রাস ও নাশকতার বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি, চকরিয়া পৌরশহরকে যানজট মুক্ত রাখতে নিয়মিত অভিযান চালানোর সিদ্ধান্ত হয়।

পাঠকের মতামত: