ঢাকা,শনিবার, ১৬ নভেম্বর ২০২৪

কক্সবাজারে সরকারী জায়গার দখল ছাড়তেই হবে  -পৌর মেয়র

সংবাদ বিজ্ঞপ্তি ::

কক্সবাজার শহরকে জলাবদ্ধতা ও দখলমুক্ত করার কাজে হাত দিয়েছেন নবনির্বাচিত মেয়র মুজিবুর রহমান। শুক্রবার জুমার নামাজের পর পৌরসভার ৩, ৪ ও ৫নং ওয়ার্ডের সমস্যাগ্রস্থ গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন তিনি। এসময় মেয়র মুজিবুর রহমান বলেন, “স্লুইসগেইট বন্ধ, ড্রেইন ও বাঁকখালী নদীর বেশিরভাগ অংশ দখল হয়ে যাওয়ার কারনে প্রতি বছর বর্ষা মৌসুমে জলাবদ্ধতার কবলে পড়ে কক্সবাজার শহর এবং আশপাশের এলাকা। এতে পর্যটক ও স্থানীয়দের চরম দূর্ভোগের সৃষ্টি হয়।” তিনি বলেন, “গুটি কয়েক অসাধু দখলবাজের সুবিধার জন্য পর্যটন নগরী আজ জলাবদ্ধতায় বিশাল সমস্যার সম্মুখিন হয়ে আছে। এর থেকে দ্রুত উত্তরনের উপায় হলো-দখল হওয়া স্লুইসগেইট ও নদী দখলদারদের নিজ দায়িত্ব এবং কর্তব্যবোধ থেকে সরে যাওয়া। অন্যথায় জনকল্যাণের বৃহৎস্বার্থে যেকোন সময় উচ্ছেদ অভিযান পরিচালনা করবে পৌর প্রশাসন। তাই আগেভাগে নিজে সরেজমিন এসে সম্মানের সাথে দখল ছেড়ে দেয়ার অনুরোধ করছি।” এসময় পেশকার পাড়ার দু’টি বন্ধ স্লুইসগেইট, বড় বাজার ও এসএমপাড়া বেড়িবাঁধ পরিদর্শন করেন মেয়র। পরিদর্শন শেষে পৌরসভার সংশ্লিষ্ট প্রশাসনকে দখলবাজদের তালিকা তৈরী পরবর্তী নোটিশ প্রেরণসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেন তিনি। এসময় স্থানীয় কাউন্সিলর ছাড়াও কক্সবাজার পৌরসভার নির্বাহী প্রকৌশলী নুরুল আলম, সহকারী প্রকৌশলী সিরাজুল কালাম বাবুল, উপ-সহকারী প্রকৌশলী টিটন দাশ, মনতোষ চাকমা, নকশাকার আবদুল মান্নান, সর্ভেয়ার রিজোয়ানসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্যব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত: