আজ বুধবার বেলা সাড়ে ১০টার দিকে কক্সবাজার শহরের কবিতা সরণিতে অবস্থিত ইসলামী মহিলা কামিল মাদ্রাসা পরিদর্শনে যান। সেখানে তিনি এক ঘণ্টা অবস্থান করেন। এরপর তিনি কক্সবাজার বাস টার্মিনাল সংলগ্ন বালিকা মাদ্রাসায় যান।
এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন দূতাবাসের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। আজ বিকালে মার্কিন রাষ্ট্রদূতের রামুর বৌদ্ধ বিহারে পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে।
গত সোমবার বিকালে বার্নিকাটসহ মার্কিন দূতাবাসের ৯ সদস্যের প্রতিনিধিদল কক্সবাজার পৌঁছান। ওইদিন প্রতিনিধি দলটি জেলা প্রশাসক ও শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের (আরআরআইসি) সঙ্গে সৌজন্য বৈঠক করেন। গতকাল মঙ্গলবার টেকনাফের লেদা ও নয়াপাড়া রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন। আগামীকাল বৃহস্পতিবার জাগো ফাউন্ডেশনের একটি অনুষ্ঠান শেষে তিনি কক্সবাজার ত্যাগ করবেন বলে জানা গেছে।
পাঠকের মতামত: