ঢাকা,শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪

কক্সবাজারে পাটার পর্যটন সম্মেলন ২৩ নভেম্বর

30নিজস্ব  প্রতিবেদক, কক্সবাজার :::

কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্য বিশ্ব দরবারে তুলে ধরতে আগামী নভেম্বরে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ২৩ থেকে ২৫ নভেম্বর ইনানীতে সি পার্ল রয়েল টিউলিপে প্যাসিফিক এশিয়া ট্রাভেল অ্যাসোসিয়েশনের (পাটা) অংশগ্রহণে এই সম্মেলন সম্পন্ন হবে। শতাধিক বিদেশি প্রতিনিধি ওই সম্মেলনে অংশগ্রহণ করবেন। গতকাল কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপলক্ষে এক সভায় এসব তথ্য জানানো হয়।

সভায় ভারপ্রাপ্ত জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব এস এম গোলাম ফারুক।

গোলাম ফারুক বলেন, ‘সামগ্রিকভাবে পর্যটন বিকাশের লক্ষ্যে সবাইকে একযোগে কাজ করতে হবে। চলতি বছরকে সরকার পর্যটনবর্ষ ঘোষণা করেছে। এ কারণে পর্যটনশিল্পকে আরো উন্নত ও আকর্ষণীয় করতে সার্বিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যুরিজ্যম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আখতারুজ জামান খান কবির, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান অপরূপ চৌধুরী, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে. কর্নেল (অব.) ফোরকান আহমদসহ অন্যরা।

পাঠকের মতামত: