ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

কক্সবাজারে নির্বাচনী সহিংসতায় একজন নিহত, আহত ১০

নিজস্ব প্রতিবেদক :: কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নে দুই সদস্যপ্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আক্তারুজ্জামান (৩৫) নামে একজন মারা গেছেন। এ ছাড়া কমপক্ষে তিন পুলিশসহ ১০ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলার তেতৈয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, এ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্যপ্রার্থী আনোয়ারা বেগম ও আবু বকর সিদ্দিকের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ বাঁধে। এতে গুলিবিদ্ধ আক্তারুজ্জামানকে (৩৫) সদর হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। তিনি আনোয়ারার সমর্থক বলে জানা গেছে।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা শাহীন আবদুর রহমান একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

প্রিসাইডিং কর্মকর্তা নুরুল হুদা বলেন, দুই সদস্যপ্রার্থীর সংঘর্ষের পর ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। ঘটনার পর জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ ও অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম কেন্দ্রে পৌঁছান।

এদিকে সকাল ৮টা থেকে জেলার তিন উপজেলার ২১টি ইউনিয়নে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়। কোথাও বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।

পাঠকের মতামত: