ঢাকা,শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

কক্সবাজারে নানা আয়োজনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক :: কক্সবাজারে নানা আয়োজনে উদযাপিত হয়েছে সশস্ত্র বাহিনী দিবস।

গতকাল বিকেলে রামু সেনানিবাসে দিবসটি উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে আগত চার জন খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাসহ ২৩০জন বীর মুক্তিযোদ্ধা এবং সকল গণ্যমান্য অতিথিদেরকে অভ্যর্থনা জানান সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের জিওসি ও কক্সবাজার এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলম।
পরে প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধে অসীম সাহসিকতা, সহযোগিতা এবং বীরত্বপূর্ণ অবদানের ভূয়সী প্রশংসা করে বীর মুক্তিযোদ্ধাসহ সকল বীর শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান মেজর জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলম।
তিনি বলেন, পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সশস্ত্র বাহিনী দেশের প্রতিটি ক্রান্তিলগ্নে মানুষের পাশে দাড়িয়েছে।
একই সাথে জাতীয় পর্যায়ে যে কোন দুর্যোগ মোকাবিলা, পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাস দমন, বেসামরিক প্রশাসনকে সহায়তা এবং বিভিন্ন দেশগঠনমূলক কর্মকান্ডে সশস্ত্র বাহিনীর অবদান তুলে ধরেন জিওসি।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বীর মুক্তিযোদ্ধাগণ, শহীদ পরিবারের সদস্যবৃন্দ, সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ, সশস্ত্র বাহিনীর প্রাক্তন সদস্যগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত: