মাহাবুবুর রহমান, কক্সবাজার :: কক্সবাজারে ছিনতাইকারী নিয়ন্ত্রণে কাজ করছে আইনশৃংখলা বাহিনী। তবে তাদের প্রকৃত গডফাদাররা সব সময় রয়ে যায় অধরা। ফলে নিয়ন্ত্রণ করা যাচ্ছেনা ছিনতাই সহ নানান অপরাধ। রাজনৈতিক পরিচয় এবং কিছু প্রভাবশালী মহলের ছত্রছায়ায় গডফাদারদের কারণেই শহরে নতুন নতুন ছিনতাইকারী তৈরি হচ্ছে বলে মনে করেন স্থানীয়রা। তাই ছিনতাইকারীদের সাথে সম্পৃক্ত তাদের গডফাদারদের দ্রুত আইনের আওতায় আনার দাবী জানিয়েছে সচেতন মহল।
কক্সবাজার পর্যটন শহর হওয়াতে সব সময় আলোচনায় থাকে ছিনতাই প্রসঙ্গ। প্রায় সময় খবরের শিরোনামও হয় ছিনতাই ঘটনা। গত বছর ছিনতাইকারীদের হাতে নিহত হন পুলিশ সদস্য, আহত হয়েছেন বহু পর্যটক। সম্প্রতি ছিনতাইকারীদের আক্রমনে কলেজ ছাত্রের হাত পায়ের রগ কেটে দেওয়ার ঘটনায় বেশ আলোচনায় আসে শহরে ছিনতাই ঘটনা। এতে নড়েচড়ে বসে আইন-শৃংখলা বাহিনী। চলতি সময়ে হার্ডলাইনে গিয়ে বন্দুকযুদ্ধে ছিনতাইকারী নিহত এবং বহু ছিনতাইকারী আটক এবং এলাকাছাড়া হওয়ায় অনেকটা স্বস্তি এসেছে সাধারণ মানুষের মাঝে তবে তাদের গডফাদারদের কেউ আইনের আওতায় না আসায় ক্ষোভ প্রকাশ করেছে সাধারণ মানুষ।
হোটেল ব্যবসায়ি শরাফত উল্লাহ বলেন, হোটেল মোটেল জোনকে ঘিরে বেশি সক্রিয় থাকে ছিনতাইকারীরা। আমার জানা মতে এখানে প্রতিটি সড়কে এলাকা ভিত্তিক ছিনতাইকারী আছে আর যাদের নিয়ন্ত্রন করে কয়েকজন গডফাদার। প্রত্যেকটি ছিনতাই বা অপরাধের পরে সেই সব গডফাদারদের আশ্রয়ে চলে যায় ছিনতাইকারীরা। পরে সেখানে দিয়ে লুটের মাল ভাগবাটোয়ারা হয়। সত্যি কথা বলতে গেলে সে সব গডফাদারদের রয়েছে রাজনৈতিক এবং সামাজিক পরিচয় আছে তারা মূলত নিজেদের অপরাধ কর্মকান্ড এবং চাঁদাবাজি ধরে রাখতে ছিনতাইকারীদের লালন পালন করে।
এস.আলম বাস সার্ভিসের কর্মকর্তা নাজিম উদ্দিন বলেন, ভোর বেলা গাড়ী ধরার জন্য যাত্রীরা যখন শহরের লালদীঘির পাড়ে আসে সে সময় কিছু ছিনতাইকারী ঘুরাফেরা করে তারা সুযোগ পেলেই যাত্রীদের কাছ থেকে ব্যাগ টাকা পয়সা ছিনতাই করে এবং প্রায় সময় পালংক্যি হোটেলের রোড দিয়ে দৌড় দেয় এবং নিদমহলের পাশের গলি দিয়ে পালিয়ে যায়। সত্যি কথা বলতে বহুবার ছিনতাইকারীদের হাতেনাতে আটক করা হলেও তাদের জন্য তদবির করতে বা ছাড়িয়ে নিতে আসে কিছু স্থানীয় চিহ্নিত ব্যক্তি। এরাই মূলত এসব ছিনতাইকারীর গডফাদার।
লাইট হাউজ এলাকার ব্যবসায়ি নবিউল আলম বলেন, এখানে বেশ কয়েকটি ছিনতাইকারী গ্রুপ আছে। যারা বিভিন্ন সময় সরকারি দলের মিটিং মিছিলের আগে থাকে। কারো খাস জমি দখল করা, দোকান থেকে চাঁদা নেওয়া এবং নালা দখল করে দোকান করা,রাস্তার উপর পানের দোকান করা এবং মাদক ব্যবসা পরিচালনা করাই এদের কাজ। সত্যি কথা বলতে তাদের পেছনে কিছু প্রভাবশালী সরাসরি জড়িত। আর কিছু আইনশৃংখলা বাহিনীর সাথে সখ্যতা তাই ছিনতাই সহ নানান অপরাধ নিয়ন্ত্রণ করা যাচ্ছেনা।
এ ব্যাপারে কক্সবাজার হোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কাশেম সিকদার বলেন,ছিনতাই ঘটনার জন্য কক্সবাজারের বদনাম হচ্ছে এটা চরম সত্য। ছিনতাইকারী নিয়ন্ত্রনে প্রশাসন মাঝে মধ্যে অভিযান জোরদার করলেও সেখানে প্রকৃত ছিনতাইকারীরা ধরা পড়েনা। আর তাদের গডফাদাররাতো কখনোই ধরা পড়েনা ফলে নতুন ছিনতাইকারীর আমদানী হয়। আমি মনে করি প্রশাসনও জানে কারা আসল গডফাদার তাদের আইনের আওতায় আনা গেলে অনেক কিছু নিয়ন্ত্রনেই আসবে।
এ ব্যাপারে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসাইন বলেন, ছিনতাইকারী দমনে পুলিশ সর্বোচ্চ কাজ করছে একই সাথে তাদের নিয়ন্ত্রক বা গডফাদারদের সনাক্ত করা হয়েছে অনেকের নাম আমাদের কাছে আছে সে অনুযায়ী ইতোমধ্যে ব্যবস্থা নেয়া শুরু হয়েছে। সামনে আরো বড় পরিসরে ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশ:
২০২০-০১-১২ ০৮:১২:২৫
আপডেট:২০২০-০১-১২ ০৮:১২:২৫
- কক্সবাজার প্রেসক্লাবের স্ব-ঘোষিত কমিটি সাংবাদিকরা মানে না
- চকরিয়ায় ডাকাতি,মলম পার্টি,গরু চোর ও নাশকতা মামলার ৭ আসামী গ্রেপ্তার
- হাইওয়ে পুলিশের নিষ্ক্রিয়তায় চকরিয়া মহাসড়কে বাড়ছে ছিনতাই
- কক্সবাজার প্রেসক্লাবের অবৈধ কমিটির অবৈধ নির্বাচন
- চকরিয়ার ফাঁসিয়াখালীতে সন্ত্রাসী হামলায় বিএনপির সেক্রেটারীসহ ২জনকে কুপিয়ে জখম
- কক্সবাজার প্রেস ক্লাবের জটিলতা নিরসনে জেলা প্রশাসকের হস্তক্ষেপ চেয়ে স্মারকলিপি
- চকরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা সাঈদী ফেনী থেকে গ্রেফতার
- মেদাকচ্ছপিয়ায় পিপলস ফোরাম সাধারণ কমিটির সভা অনুষ্ঠিত
- সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন জামায়াতের কর্মী ও দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত
- পেকুয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত-আহতের পরিবারকে সরকারি অনুদান
- নব্য দোসরদের কারণে সাংবাদিকরা কক্সবাজার প্রেসক্লাবের সদস্য পদ পাচ্ছে না
- পাউবোর অবহেলায় মাতামুহুরির সেচ সংকট, বিপাকে লক্ষাধিক কৃষক
- নব্য দোসরদের কারণে সাংবাদিকরা কক্সবাজার প্রেসক্লাবের সদস্য পদ পাচ্ছে না
- ডুলাহাজারা সাফারি পার্কে বন্যপ্রাণী শিকার করতে গিয়ে বন্দুক রেখে পালালো ২ জন
- চকরিয়ায় আলোচিত ডাবল মার্ডার মামলার দুই পলাতক আসামি গ্রেফতার
- চকরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা সাঈদী ফেনী থেকে গ্রেফতার
- পেকুয়ায় অটোচালক খুনের ঘটনায় ইউপি সদস্যসহ ১২ জনের বিরুদ্ধে মামলা
- পেকুয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত-আহতের পরিবারকে সরকারি অনুদান
- চকরিয়ায় মাষ্টার মাইন্ড অটো ব্রিকস ফ্যাক্টরিতে ২ নির্মাণ শ্রমিকের মৃত্যু
- ঈদগাঁওতে চেয়ারম্যান জনি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- কক্সবাজার প্রেস ক্লাবের জটিলতা নিরসনে জেলা প্রশাসকের হস্তক্ষেপ চেয়ে স্মারকলিপি
- সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন জামায়াতের কর্মী ও দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত
পাঠকের মতামত: