প্রেস বিজ্ঞপ্তি ::
বৈশ্বিক মহামারি করোনা পরিস্থিতিতে মাননীয় প্রধানমন্ত্রীর পাঠানো ত্রাণ বিতরণ নিয়ে কক্সবাজারে বৈষম্যের শিকার হয়েছে কক্সবাজার পৌরসভা ও রামু উপজেলার ক্ষতিগ্রস্থ জনগণ। কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে শনিবার (২এপ্রিল) কক্সবাজার জেলায় কোভিড-১৯ প্রতিরোধ ও ক্ষতিগ্রস্থদের মাঝে চলমান ত্রাণ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা সংক্রান্ত পর্যালোচনা সভায় এনিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন কক্সবাজার-৩ আসনের সাংসদ সাইমুম সরওয়ার কমল।
কক্সবাজার পৌরসভা ও রামুতে জনসংখ্যা অধিক হওয়া সত্ত্বেও অন্যান্য উপজেলা চাইতে ত্রাণ বরাদ্ধ প্রায় দুই লক্ষ কেজি চাল কম দেয়ায় সাইমুম সরওয়ার কমল এমপি এ ক্ষোভ প্রকাশ করেন।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজার জেলায় পর্যাপ্ত ত্রাণ পাঠালেও কেন রামুতে দুই লক্ষ কেজি চাল কম দেয়া হয়েছে, তা জেলা প্রশাসকের কাছে জানতে চান সাংসদ কমল। সভায় কক্সবাজার পৌরসভায়ও তুলনামূলক ভাবে ত্রাণের চাল কম বরাদ্দ দেয়ায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। কাদের খুশি করার জন্যে অথবা কার নির্দেশে এ বৈষম্যমূলক বরাদ্দ দেয়া হয়েছে তা পৌর ও রামুবাসী জানতে চায় বলেও তিনি সভায় জানায়।
এদিকে ত্রাণ বিতরণে বৈষম্যের খবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচারিত হলে রামুতে ক্ষোভের সঞ্চার হচ্ছে। অনেকেই রামুতে প্রধানমন্ত্রীর বরাদ্ধ নিয়ে জেলা প্রশাসকের কাছে প্রশ্ন ছুড়ে দিয়েছে। জানতে চাচ্ছেন, রামুতে জনসংখ্যা অন্য উপজেলার চাইতে বেশী হওয়ার পরও সরকারের ত্রাণ বরাদ্ধ এতো স্বল্প কেন।
জানা গেছে, করোনা পরিস্থিতে ক্ষতিগ্রস্থদের মধ্যে জেলা প্রশাসন ত্রাণের চাল বরাদ্ধ দেয় কক্সবাজারের সদর উপজেলায় ৩১৯ মে.টন, মহেশখালীতে ৩০২ মে.টন, টেকনাফে ২৬০ মে.টন, চকরিয়ায় ২৫০ মে.টন। অন্যদিকে জনবহুল কক্সবাজার পৌরসভায় ১২২ মে.টন ও রামু উপজেলায় মাত্র ১১৯ মে.টন চাল বরাদ্ধ দেয় জেলা প্রশাসন। অথচ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ক্ষতিগ্রস্থদের জন্য পর্যাপ্ত ত্রাণ বরাদ্ধ দিলেও রামু উপজেলা ও কক্সবাজার পৌরসভার মানুষ সবচেয়ে কম ত্রাণ বরাদ্ধ পায়।
শনিবার কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ এটিএম জাফর আলম সিএসপি সম্মেলন কক্ষে কোভিড-১৯ প্রতিরোধ ও ক্ষতিগ্রস্থদের মাঝে চলমান ত্রাণ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা সংক্রান্ত পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব কক্সবাজার জেলায় কোভিড-১৯ প্রতিরোধ কার্যক্রমের সমন্বয়ক হেলাল উদ্দীন আহমদ সভাপতিত্ব করেন। সভায় কক্সবাজার জেলার সংসদ সদস্যবৃন্দ, জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, সরকার দলীয় শীর্ষ রাজনৈতিক নেতৃবৃন্দ, পৌরসভার মেয়র, বিভিন্ন উপজেলার চেয়ারম্যানবৃন্দসহ সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় দুর্যোগ প্রতিরোধে স্বাস্থ্য ব্যাবস্থাপনা, লকডাউন বাস্তবায়ন, সার্বিক ত্রাণ কার্যক্রম ব্যবস্থাপনা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, খাদ্য উৎপাদন ও মজুদ অবস্থা, ধান কাটার প্রস্তুতি, বাজার ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয়ে সার্বিক সমন্বয়সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
প্রকাশ:
২০২০-০৫-০৩ ০৯:৪১:৪৪
আপডেট:২০২০-০৫-০৩ ০৯:৪১:৪৪
- চকরিয়ায় প্যারাবন নিধনের মামলায় আসামি নিরীহ মানুষ
- পেকুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকট, চিকিৎসা সেবা ব্যাহত
- চকরিয়ায় সেনাবাহিনীর হাতে নারীসহ তিনজন গ্রেফতার
- মেরিন ড্রাইভ সড়কে অস্ট্রেলিয়ান নাগরিক নিহত
- চকরিয়ায় সাবেক এমপি জাফর সাঈদি সহ আওয়ামী লীগের ২৮৭ জনের বিরুদ্ধে থানায় নতুন মামলা
- চকরিয়ায় যাত্রীবাহী বাস থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার, বিক্রেতা গ্রেফতার
- দুর্নীতির আখড়ায় কক্সবাজার সিটি কলেজ
- চকরিয়ায় ব্যবসায়ীকে ডেকে নিয়ে হত্যার ভয় দেখিয়ে দুই লাখ টাকা ছিনতাই
- বদরখালী সমিতির ১১টি মৎস্য প্রকল্পের নিলাম নিয়ে বিরোধ
- রামুতে আপন ভাতিজিকে অপহরণ করে মুক্তিপণ দাবি
- রামুতে ল্যাপটপ পেলেন ৮০ নারী ফ্রিল্যান্সার
- চকরিয়া সদরের বক্স রোড সম্প্রসারণ কাজে ব্যাপক অনিয়ম ও দূর্নীতির অভিযোগ
- বহিরাগতদের নিয়ে কলেজে গেলেন পদত্যাগ করা বিতর্কিত অধ্যক্ষ মুজিবুল আলম
- চকরয়ার ঠিকাদার মিজান গ্রেফতার, কোটি টাকার ঋণের জেল-জরিমানার দায়ে
- কক্সবাজার আবাসিক হোটেলে ৭০ ইউপি সদস্যের ‘গোপন বৈঠক’, আটক ১৯
- চকরিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২টি ডাম্পার ও স্কেভেটর জব্দ
- চকরিয়ার রশিদ আহমদ চৌধুরী উচ্চ বিদ্যালয় : কোটি টাকা লোপাটের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে
- চকরিয়ার সাবেক এমপি জাফর আলম, সালাহউদ্দিনসহ আওয়ামী লীগের ৭৩৬ জন আসামী
- চকরিয়ায় ব্যবসায়ীকে ডেকে নিয়ে হত্যার ভয় দেখিয়ে দুই লাখ টাকা ছিনতাই
- উত্তপ্ত রামু সরকারি কলেজ: অধ্যক্ষ মুজিবের অপসারনের দাবিতে কার্যালয় ও প্রশাসনিক ভবনে তালা
- কুতুবদিয়ায় গর্তে ১০ লক্ষ মণ পুরাতন লবন,লোকসানের শংকা চাষীরা
- মানিকপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
পাঠকের মতামত: