কক্সবাজার প্রতিনিধি :::
১৬ দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে কক্সবাজারে শুরু হয়েছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্যাসিফিক এশিয়া ট্যুরিজম এসোসিয়েশন (পাটা) সম্মেলন।
মঙ্গলবার বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের যৌথ আয়োজনে হোটেল রয়েল টিউলিপে এই সম্মেলন শুরু হয়।
সম্মেলন উপলক্ষে সংবাদ সম্মেলনে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক ভুবন চন্দ্র বিশ্বাস জানান, কক্সবাজারের পর্যটনকে বিশ্বব্যাপী প্রচার ও প্রসার করার জন্য এই সম্মেলনের আয়োজন করা হয়েছে।
১৬ টি দেশের ৪৬ প্রতিনিধি এবং বাংলাদেশের পর্যটন শিল্পের সাথে জড়িত ব্যক্তিসহ শতাধিক ছাত্র এ সম্মেলনে অংশ নেবেন। সম্মেলন চলবে ২৫ নভেম্বর পর্যন্ত।
পাঠকের মতামত: