ঢাকা,মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫

কক্সবাজারে এবার করোনায় আক্রান্ত হলেন চিকিৎসক

কক্সবাজার সংবাদদাতা :: কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে প্রথম করোনাভাইরাস আক্রান্ত এক চিকিৎসক শনাক্ত হয়েছেন। তিনি টেকনাফ উপজেলা হাসপাতালের চিকিৎসক।

রবিবার (২৬ এপ্রিল) দুপুরে কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রবিবার দুপুর পর্যন্ত করোনাভাইরাসের সন্দেহভাজন ৭১ জন রোগীর নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে ৭০ জনের নমুনা নেগেটিভ এসেছে। তবে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসকের করোনাভাইরাস ধরা পড়েছে।

তিনি করোনাভাইরাস সন্দেহে পরীক্ষাকৃত সবাইকে স্বাস্থ্যবিধি মেনে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, ২ এপ্রিল থেকে ২৬ এপ্রিল পর্যন্ত ৭৭৫ জনের করোনা নেগেটিভ পাওয়া গেলেও ১৫ জনের পজিটিভ পাওয়া গেছে। এদের বেশির ভাগই নারায়ণগঞ্জ এবং ঢাকা থেকে আসেন।

পাঠকের মতামত: