ঢাকা,বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫

কক্সবাজারে ইজি বাইকসহ ৫ ছিনতাইকারী গ্রেপ্তার

নিজস্ব  প্রতিবেদক, কক্সবাজার ::  কক্সবাজার শহরের ঈদগাহ ময়দানসংলগ্ন তিন রাস্তার মোড়ে অভিযান চালিয়ে ছিনতাইকাজে ব্যবহৃত ব্যাটারিচালিত একটি ইজি বাইকসহ ৫ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার (৩ ডিসেম্বর) ভোরে এ অভিযান পরিচালনা করেন কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির সদস্যরা। এ সময়ে দূরপাল্লার যানবাহনে কক্সবাজারে ভ্রমণে আসা পর্যটকসহ স্থানীয়দের শিকারের জন্য ওত পেতে থাকা অবস্থায় পুলিশ তাদের গ্রেপ্তার করে।

কক্সবাজারের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ জানান, এসব ছিনতাইকারীর অন্যতম টার্গেট থাকে কক্সবাজারে বেড়াতে আসা পর্যটকরা।

দেশ-বিদেশের নানা প্রান্ত থেকে এমন সময়ে দেশের প্রধান পর্যটন কেন্দ্র কক্সবাজারে ভ্রমণে এসে থাকেন। বিশেষ করে ভোরবেলায় দূরপাল্লার যানবাহনের পর্যটক যাত্রীদের শিকার করার জন্য ওত পেতে থাকে ছিনতাইকারীরা।

পুলিশ সুপার জানান, কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির এসআই সৌরভ বড়ুয়ার নেতৃত্বে পুলিশের একটি দল ভোরে এ অভিযান পরিচালনা করে। পুলিশের অভিযানে গ্রেপ্তার হওয়া ছিনতাইকারীরা হলেন কক্সবাজার শহরের সমিতি পাড়ার মো শাহেদ হোসেন, নূর নবী, মোকতার আহমেদ, চকরিয়ার ঢেমুশিয়া গ্রামের নূর নবী ও মহেশখালীর আবদুর রহিম।

পুলিশ ছিনতাইকারীদের নিকট থেকে অত্যাধুনিক তিনটি ছুরি উদ্ধার করেছে। প্রসঙ্গত, কক্সবাজার সদর মডেল থানা পুলিশ গতকাল সোমবার শহরের সৈকতের ঝাউবাগান থেকে ৪টি আগ্নেয়াস্ত্রসহ ২ দুর্বৃত্ত এবং শহরতলির খুরুশকুল এলাকা থেকে আরো ২টি আগ্নেয়াস্ত্রসহ ২ জনকে আটক করে।

পাঠকের মতামত: