ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

কক্সবাজার সিটি কলেজে ঈদে মিলাদুন্নবী উদযাপিত

zzzzzসিবিএন : কক্সবাজার সিটি কলেজে আড়ম্বরপূর্ণভাবে ধর্মীয় ভাবগাম্বির্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী – ২০১৬ উদযাপিত হয়েছে। ১ ফেব্রুয়ারী মিলাদুন্নবী উপলক্ষে এক আলোচনা সভা কলেজ শহীদ মিনার প্রাঙ্গনে অধ্যক্ষ ক্যথিং অং এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় । এতে প্রধান অতিথি ছিলেন সিটি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ প্রফেসর মমতাজুল হক। বক্তারা বলেন , মহানবী (স:) এর জীবনাদর্শ সমগ্র মানবজাতির জন্য । আজ সমগ্র বিশ্বে কিছু ধর্ম অপব্যাখ্যাকারীর কারণে ইসলাম ধর্ম ইমেজ সংকটে পড়েছে। এর থেকে উত্তোরণে ইসলামের সঠিক চর্চার প্রয়োজন।

আলোচনায় অংশ নেন কক্সবাজার সিটি কলেজের গভর্ণিং বডির সদস্য এড. ফরিদুল আলম , উপাধ্যক্ষ আবু মোহাম্মদ জাফর সাদেক ,সহকারী অধ্যাপক জয়নাল আবেদীন , সহকারী অধ্যাপক গোপাল কৃঞ্চ দাশ , সহকারী অধ্যাপক আশফাকুর রহমান , সহকারী অধ্যাপক নুরুল আজিম , সহকারী অধ্যাপক নুরুল আবছার চৌধুরী , মিলাদ কমিটির আহবায়ক প্রভাষক নুরুল হুদা , সদস্য প্রভাষক নুরুল আবছার সিকদার ও প্রভাষক আনোয়ার জাহেদ রাশেল । অনুষ্ঠান পরিচালনা করেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক এস এম আকতার উদ্দিন চৌধুরী ।

মিলাদ পরিচালনা ও ধর্মীয় আলোচনা করেন খতিব মওলানা ফারহান উল্লাহ ও খতিব মওলানা আতাউল্লাহ মোহাম্মদ নোমান।

পরে হাজার অধিক ছাত্রছাত্রী ও অভ্যাগতদের দুপুরে ভোজন করানো হয় ।

পাঠকের মতামত: