ঢাকা,সোমবার, ১৮ নভেম্বর ২০২৪

কক্সবাজার সরকারি কলেজে বাংলা নববর্ষ পালন

সংবাদ বিজ্ঞপ্তি:
কক্সবাজার সরকারি কলেজ আঙ্গিনায় বিপুল উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে বাংলানববর্ষ-১৪২৫ পালন করা হয়।
পহেলা বৈশাখ সকাল ৯ টায় মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে দিনব্যাপি অনুষ্ঠানের সূচনা হয়। শোভাযাত্রায় বিপুল সংখ্যক শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারি অংশগ্রহণ করে। সকাল সাড়ে ১০ টায় প্রশাসনিক ভবনের চত্বরে শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় আড়ম্বরপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠান। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত হয়ে বাংলা নববর্ষ ১৪২৫ কে বরণ করে নেয়। পহেলা বৈশাখ উপলক্ষে শিক্ষার্থীদের আয়োজনে বেশ কয়েকটি স্টল স্থাপিত হয়েছিল। স্টলসমূহে বিভিন্ন ধরনের দেশিয় পিঠা পুলি ও নাস্তার আয়োজন করে তারা, যা বাঙালি কৃষ্টি সভ্যতার ধারক ও বাহক হিসেবে কাজ করেছে। অনুষ্ঠানের উদ্বোধন কালে কলেজ অধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর এ.কে.এম ফজলুল করিম চৌধুরী অতীতের সকল দুঃখ, জরা, গ্লানি দূরিভূত হয়ে সকলের জীবনে ১৪২৫ বঙ্গাব্দ যেন অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনে এ প্রত্যাশা করেন।

পাঠকের মতামত: