ঢাকা,শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

কক্সবাজার সদর ইউএনওর উদ্যোগ ।। বাল্যবিবাহ প্রতিরোধে ঘরে ঘরে প্রচারপত্র

ballo-bi-naকক্সবাজার প্রতিনিধি :::

বাল্য বিবাহ প্রতিরোধে নতুন উদ্যোগ নিয়েছেন কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শাহীনুর ইসলাম। এই উদ্যোগের অংশ হিসেবে সদর উপজেলার ১০ ইউনিয়ন ও পৌরসভায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানে চালানো হবে প্রচারাভিযান। এছাড়া ঘরেঘরে পৌঁছানো হবে প্রচারপত্র। শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে পাড়ামহল্লায় করা হবে বাল্য বিবাহ বিরোধী সভাসমাবেশ।

প্রচারণার অংশ হিসেবে গত বৃহস্পতিবার সদর উপজেলার ইউপি চেয়ারম্যানদের সঙ্গে বৈঠক করেছেন ইউএনও মোঃ শাহীনুর ইসলাম। সভা শেষে জনপ্রতিনিধিদের হাতে তুলে দিয়েছেন প্রায় ২০ হাজার লিফলেট। এছাড়া বাল্য বিবাহের ক্ষতিকর দিক তুলে ধরে আরো দুই শতাধিক ফেস্টুন বিতরণ করা হয়। সভায় তিনি বাল্য বিবাহের ব্যাপারে তার প্রশাসনের ‘জিরো টলারেন্স’ ঘোষণা দিয়ে বলেন, ‘মেয়েদের ১৮ আর পুরুষদের ২১ বছরের নিচে কোন বিয়ে নয়।’ তিনি বলেন, বাল্য বিবাহ যেকোন মূল্যে শূন্যের কোটায় নিয়ে আসতে হবে।

 

পাঠকের মতামত: