বার্তা পরিবেশক :
কক্সবাজার বেতারের আর ডি হাবিবুর রহমানসহ কতিপয় কর্মকর্তার বিরুদ্ধে বেতার শিল্পীদের সম্মানী আত্মসাৎ সহ নানা অনিয়ম নিয়ে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হবে বোরবার সকাল ১১ টায়। কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই কর্মসূচী সফল করতে বেতারের সর্বস্তরের শিল্পী কলাকূশলীসহ সকলকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন বেতার শিল্পী ঐক্য পরিষদ এর আহবায়ক রায়হান উদ্দিন, নাট্য প্রয়োজক জসিম উদ্দিন বকুল, নাট্য প্রযোজক স্বপন ভট্টাচার্য্যসহ পরিষদের নেতাকর্মীরা।
সম্মিলিত সাংস্কৃতিক জোটের সংহতি :
সম্প্রতি কক্সবাজার বেতারের আর ডি হাবিবুর রহমানসহ কতিপয় কর্মকর্তার বিরুদ্ধে বেতার শিল্পীদের সম্মানী আত্মসাৎ সহ বেতারের নানা অনিয়মের খবর প্রচার হয়েছে। সম্মিলিত সাংস্কৃতিক জোট উক্ত আর্থিক দূর্নীতির ব্যাপারে দ্রুত তদন্ত করে দোষি ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। সম্মিলিত সাংস্কৃতিক জোট কক্সবাজার সভাপতি সত্যপ্রিয় চৌধুরী ও সাধারন সম্পাদক নজিবুল ইসলাম ২ জুলাই রবিবার সকাল ১১টায় কোর্ট বিল্ডিং চত্বরে বেতার শিল্পীদের আহুত মানববন্ধনে সংহতি জানানোর জন্য জোটের সকল কর্মী সংগঠকদের আহবান জানিয়েছেন।
পাঠকের মতামত: