ঢাকা,বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবর রহমান সম্পাদক আবু তাহের চৌধুরী

কক্সবাজার সংবাদদাতা ::
দীর্ঘ ৮ বছর পরে কক্সবাজার প্রেসক্লাবের কমিটি গঠিত হয়েছে। রবিবার (১১ নভেম্বর) ঘোষিত নতুন কমিটির সবাই বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
কমিটির নেতৃবৃন্দ হলেন- সভাপতি মাহবুবর রহমান, সহ-সভাপতি মমতাজ উদ্দিন বাহারী, সাধারণ সম্পাদক আবু তাহের চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস রানা, কোষাধ্যক্ষ মোহাম্মদ মুজিবুল ইসলাম, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক হাসানুর রশীদ, ক্রীড়া সম্পাদক দীপক শর্মা, পাঠাগার সম্পাদক ইকরাম চৌধুরী টিপু, সদস্য- বদিউল আলম, তোফায়েল আহমদ, মুহম্মদ নুরুল ইসলাম, আয়াছুর রহমান, জিএএম আশেক উল্লাহ, মুহাম্মদ হোছাইন ও নুরুল ইসলাম হেলালী।
ঘোষিত তফসিল অনুযায়ী সকলেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
রবিবার সন্ধ্যায় কক্সবাজার প্রেসক্লাবে তাদের শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার ও কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল। এ সময় উপস্থিত ছিলেন- নির্বাচন কমিশনের সদস্য ফরহাদ ইকবাল ও আবদুল আজিজ।

পাঠকের মতামত: