ঢাকা,শনিবার, ১১ জানুয়ারী ২০২৫

কক্সবাজার-টেকনাফ সড়কে বাস উল্টে বৃদ্ধ নিহত

উখিয়া সংবাদদাতা :: কক্সবাজার টেকনাফ সড়কের রামুর দক্ষিণ মিঠাছড়ির কাইম্যারঘোনা স্টেশনে যাএীবাহী সী লাইন বাস উল্টে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও ৫ জন।

আজ রবিবার (২৯ নভেম্বর) সকাল ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম মো. নুরুল ইসলাম (৫৬)। তিনি উখিয়ার রাজাপালং ইউনিয়নের সিকদার বিলের মৃত সুলতান আহমদের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সী লাইন পরিবহনের একটি যাত্রবাহী বাস বিপরীত দিক থেকে দ্রুত বেগে আসা একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে সী-লাইনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন বৃদ্ধ নুরুল ইসলাম।

এই ঘটনায় আহতরা হলেন- সৈয়দ হোসেন, মো. আবুল কাসেম, বেলাল, জয়নাল উদ্দিন, ওসমান গণি, মোটরসাইকেল চালক সাইফুল ইসলাম। এদের ২ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

রামু ক্রসিং হাইওয়ে থানার উপ-পরিদর্শক মুজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পাঠকের মতামত: