ঢাকা,বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

জেএফএ কাপ খেলতে

 কক্সবাজার জেলা মহিলা ফুটবল দল রাজশাহী গেলেন, জেলাবাসির দোয়া কামনা

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া ::  বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আয়োজনে জে এফ এ কাপ খেলতে রাজশাহীর উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন কক্সবাজার জেলা মহিলা ফুটবল দলের খেলোয়াড় ও কর্মকর্তারা। রোববার ২৯ আগস্ট সকালে কক্সবাজারে আনুষ্ঠানিকতা শেষে রাজশাহীর উদ্দেশ্যে রওয়ানা দেন কক্সবাজার জেলা মহিলা ফুটবল দল।

এদিকে ভালো খেলা উপহার দিয়ে রাজশাহীতে জে এফ এ কাপ টুর্নামেন্ট আসর থেকে চ্যাম্পিয়ন ট্রপি নিয়ে মহিলা ফুটবল দল কক্সবাজার জেলাবাসির মুখ উজ্জল করবেন এমন অভিপ্রায় ব্যক্ত করেছেন কক্সবাজার জেলা ফুটবল ফেডারেশনের (ডিএফএ) সভাপতি ও চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ফজলুল করিম সাঈদী।

তিনি রোববার সকালে কক্সবাজারে আনুষ্ঠানিকতা শেষে রাজশাহীর উদ্দেশ্যে রওয়ানা দেয়ার মুর্হুতে কক্সবাজার জেলা মহিলা ফুটবল দলের প্রতিটি খেলোয়াড়কে সাহস যুগিয়ে পরামর্শ মূলক বক্তব্য দিয়েছেন।

পাশাপশি জেলা ফুটবল ফেডারেশনের সভাপতি ও চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদী কক্সবাজার জেলা মহিলা ফুটবল দলের জন্য জেলাবাসি সবার কাছে দোয়া চেয়েছেন।

পাঠকের মতামত: