ঢাকা,রোববার, ২২ ডিসেম্বর ২০২৪

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নতুন পরিষদের দায়িত্বভার গ্রহণ

Cox'sBazar District Bar Association News & Pic-2প্রেস বিজ্ঞপ্তি :::

২৮ ফেব্র“য়ারি’২০১৭ ইং তারিখ বিকালে এক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদের দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান সমিতির মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সভাপতি জনাব এডভোকেট মোহাম্মদ ইসহাক। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক জনাব এডভোকেট আ.জ.ম মঈন উদ্দীন। মাওলানা নুরুল হক এর কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়।

 অনুষ্ঠানে বক্তব্য রাখেন নবনির্বাচিত সভাপতি জনাব মোহাম্মদ ইসহাক, বাবু এডভোকেট পীযূষ কান্তি চৌধুরী, জনাব এডভোকেট বদিউল আলম সিকদার, জনাব এডভোকেট আবুল কালাম ছিদ্দিকী, জনাব এডভোকেট মোঃ আবুল আলা, জনাব এডভোকেট মোহাম্মদ নুরুল ইসলাম, জনাব এডভোকেট মোস্তাক আহমদ চৌধুরী, জনাব এডভোকেট সৈয়দ আলম, জনাব এডভোকেট আয়াছুর রহমান, জনাব এডভোকেট মোহাম্মদ জাকারিয়া, জনাব এডভোকেট ফরিদুল আলম, জনাব এডভোকেট এ.কে ফিরোজ আহমদ, জনাব এডভোকেট মোহাম্মদ আবুল হোসেন সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

 পরে আনুষ্ঠানিকভাবে নবনির্বাচিত সাধারণ সম্পাদক জনাব এডভোকেট জিয়া উদ্দিন আহমদ’কে বিদায়ী সাধারণ সম্পাদক জনাব এডভোকেট আ.জ.ম মঈন উদ্দীন সমিতির হিসাবসহ ব্যাংকে গচ্ছিত টাকা পয়সার চেক, পে-অর্ডার ও দায়িত্ব বুঝিয়ে দেন। নবনির্বাচিত পরিষদের সদস্যগণকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে উপস্থিত সবাইকে মিষ্টিমুখ করানো হয়।

পাঠকের মতামত: