ঢাকা,রোববার, ২২ ডিসেম্বর ২০২৪

ঐক্যবদ্ধ থাকুন, বিজয় ছিনিয়ে আনবো -কক্সবাজারে বিএনপি

প্রেস বিজ্ঞপ্তি :: ফ্যাসিস ও দুর্র্নীতিপরায়ণ সরকারের পদত্যাগ, অবৈধ সংসদ বাতিল, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসসহ কারান্তরীণ নেতাকর্মীদের মুক্তি দাবি এবং গ্যাসসহ দ্রব্যমূল্যের দাম কমানোসহ ১০ দফা দাবিতে কক্সবাজারে বিশাল গণমিছিল করেছে কক্সবাজার জেলা বিএনপি।

শনিবার ২৪ ডিসেম্বর বিকালে কেন্দ্রীয় কর্মসচীর অংশ হিসেবে জেলা বিএনপি কার্যালয় এলাকায় এই গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। এতে কক্সবাজার শহর ও বিভিন্ন উপজেলা থেকে হাজার হাজার নেতাকর্মী অংশ নেন। এতে নেতাকর্মীদের পদভারে ভরে উঠে বিএনপি কার্যালয় ও আশেপাশের এলাকা। গণমিছিল শেষে শহীদ মিনারে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় মৎস্যজীবি বিষয়ক সাবেক সংসদ সদস্য লুৎফর রহমান কাজল।

এসময় তিনি বলেন, আমরা আমাদের বিজয় ছিনিয়ে আনবো ইনশাল্লাহ। সকলে ঐক্যবদ্ধ থাকবেন। ঐক্যবদ্ধভাবে এই সরকারের পতন ঘটানো হবে। ইতিমধ্যে আপনারা জানেন ২৭ দফা দিয়েছে। ২৭ দফায় আমেরিকার আদলেই এদেশে সরকার গঠন করা হবে। এই সরকারের অধীনে কোনো নির্বাচন হতে পারবে না।

তিনি আরো বলেন, রাষ্ট্র কাঠামোর বিভিন্ন সংস্কার আমরা করতে চাচ্ছি। এটা জনগণের দাবি। জনগণের দাবির প্রেক্ষিতে এই অবৈধ সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না। গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হবে। এছাড়া আর কোনোভাবে ফায়সালা হতে পারে না।

জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক সংসদ সদস্য আলমগীর মোঃ মাহফুজ উল্লাহ ফরিদ, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এটিএম নূরুল বশর চৌধুরী, সাধারণ সম্পাদক এড. শামীম আরা স্বপ্না।

এছাড়াও জেলা বিএনপি ও অঙ্গসগঠনের শীর্ষ নেতৃবৃন্দ, কক্সবাজার পৌরসভা ও উপজেলার বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

 

পাঠকের মতামত: