ঢাকা,বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪

এমপিওভুক্ত হলো চকরিয়া সিটি কলেজ

নিজস্ব প্রতিবেদক :: এমপিওভুক্ত হলো বিএনপি আমলে বন্ধ করে দেওয়া চকরিয়া সিটি কলেজ। নতুন করে আরও ২৫৫টি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করেছে শিক্ষা মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে নতুন এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর তালিকা প্রকাশ করা হয়েছে। সেই তালিকায় রয়েছে চকরিয়া সিটি কলেজও। এমপিওভুক্ত হওয়া শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা প্রতি মাসে বেতনের মূল অংশ ও কিছু ভাতা সরকার থেকে পেয়ে থাকেন।

কক্সবাজার-১ আসনের বর্তমান সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ জাফর আলম এমএ এর হাতে গড়া চকরিয়া সিটি কলেজটি এমপিওভুক্ত হওয়ায় সংশ্লিষ্টদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস দেখা দিয়েছে।

সংশ্লিষ্টরা জানান- বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকাকালে চকরিয়া সিটি কলেজের শিক্ষা কার্যক্রম একেবারেই বন্ধ করে দিয়েছিল। এমনকি কলেজটির শিক্ষকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানিও করা হয়েছিল।

অবশেষে বর্তমান সরকার সেই কলেজকেও এমপিওর অন্তর্ভূক্তির তালিকায় স্থান দিয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান- গত বছরের জুলাই মাসে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করার সময় যেসব প্রতিষ্ঠান বাদ গিয়েছিল, তাদের আপিল করার সুযোগ দেওয়া হয়েছিল। তারই ভিত্তিতে এখন নতুন শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হলো।

নতুন এমপিওভুক্ত হওয়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে ৫টি ডিগ্রি কলেজ, ২৭টি উচ্চমাধ্যমিক কলেজ, ২২টি উচ্চমাধ্যমিক বিদ্যালয়, ৬৩টি মাধ্যমিক বিদ্যালয় ও ৮১টি নিম্নমাধ্যমিক বিদ্যালয় রয়েছে। এ ছাড়া ৩৩টি মাদ্রাসা, ১৭টি এসএসসি ভোকেশনাল শিক্ষাপ্রতিষ্ঠান ও ৭টি এইচএসসি বিএমটি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এর আগে গত বছরের ৬ জুলাই ২ হাজার ৭১৬টি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হয়েছিল। তখন আবেদন করলেও অনেকগুলো প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হয়নি। তার আগে ২০১৯ সালে ২ হাজার ৭০০-এর বেশি শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্তির ঘোষণা করেছিল সরকার।

পাঠকের মতামত: