ঢাকা,বুধবার, ২০ নভেম্বর ২০২৪

এড. জাহাঙ্গীরের ২টি জানাজা সম্পন্ন, ৩য় জানাজা শেষে দাফন হবে চকরিয়ায়

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :: কক্সবাজার শহরের মধ্য টেকপাড়া নিবাসী এডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম (৬০) এর প্রথম নামাজে জানাজা সোমবার ১১ নভেম্বর জুহুরের নামাজের পর টেকপাড়া জামে মসজিদ মাঠে ও দ্বিতীয় নামাজে জানাজা কক্সবাজার কোর্ট বিল্ডিং চত্বরে বেলা আড়াইটায় অনুষ্ঠিত হয়। প্রথম জানাজায় টেকপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা মোজাম্মেল হক ও দ্বিতীয় নামাজে জানাজায় জেলা আইনজীবী সমিতি ভবন মসজিদের ইমাম হাফেজ মাওলানা নুরুল হক ইমামতি করেন। প্রথম ও দ্বিতীয় নামাজে জানাজায় কক্সবাজার পৌরসভার সাবেক চেয়ারম্যান নুরুল আবছার, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আ.জ.ম মঈন উদ্দিন, সাধারণ সম্পাদক এডভোকেট ইকবালুর রশিদ আমিন সোহেল ও মরহুমের একমাত্র সন্তান শিক্ষানবিশ আইনজীবী সালমান খান বাপপা বক্তব্য রাখেন। জানাজায় প্রচুর আইনজীবী, বিচার বিভাগীয় কর্মকর্তা সাধারণ লোকজন অংশ নেন। জানাজার পূর্বে বক্তারা এডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলমের দীর্ঘ কর্মময় জীবনের স্মৃতি চারণ করে তাঁকে একজন বহুগুনাবলী সম্পন্ন মানুষ হিসাবে অভিহিত করেন। দ্বিতীয় নামাজে জানাজা শেষে মরহুম এডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলমের মৃতদেহ তাঁর গ্রামের বাড়ি চকরিয়া পৌরসভার নামার চিরিঙ্গা নিয়ে যাওয়া হয়। সেখানে মামা-ভাগিনার মাজার মাঠে সোমবার এশারের নামাজের পর তাঁর তৃতীয় নামাজে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাঁকে দাফন করা হবে বলে মরহুমের পুত্র সালমান খান বাপপী সিবিএন-কে জানিয়েছেন।

সোমবার ১১ নভেম্বর ভোর সাড়ে ৫ টার দিকে মরহুম গোলাম ছোবহানের পুত্র এডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম টেকপাড়ায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নলিল্লাহি–রাজেউন)। মরহুম এডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম কক্সবাজার পৌরসভার সাবেক চেয়ারম্যান নুরুল আবছারের ভগ্নিপতি ও খালাত ভাই। একজন আইনজীবী হিসাবে মরহুম এডভোকেট জাহাঙ্গীর আলম জেলা আইনজীবী সমিতিতে ১৯৯৮ সালের ২১ মার্চ যোগদান করেন।

পাঠকের মতামত: