শাহেদ মিজান, কক্সবাজার :: কক্সবাজার সদর হাসপাতালে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আজ বুধবার (২৭ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৬টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই ঘটনায় কেউ হতাহত হয়নি। প্রায় আধা ঘন্টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণ করে দমকল বাহিনী। তবে হাসপাতালের সব রোগীকে বের করে আনতে হয়েছে।
আগুন নিয়ন্ত্রণের পরপরই হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) শাহীন আবদুর রহমান চৌধুরী জানান, আগুন বাড়ার আগেই নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। কেউ হতাহত হয়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষনিক নিরুপণ সম্ভব হয়নি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক আবদুল্লাহ আল মামুন জানান, নিচতলা ও দ্বিতীয় তলা আগুনের প্রকোপ বেশি ছিলো। তা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। নিচতলার স্টোর কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেলেও কোথা থেকে আগুন লেগেছে জানা যায়নি। সুত্র: সিবিএন
পাঠকের মতামত: