এম আর মাহমুদ, চকরিয়া :: উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বর্তমান সরকারের কোন বিকল্প নেই। বর্তমান সরকারের সময়ে উন্নয়নের ধারা অব্যাহত ছিল বলে দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। তারই ধারাবাহিকতায় চকরিয়া ও পেকুয়া উপজেলায় ব্যাপক উন্নয়ন হয়েছে।
চকরিয়া উপজেলা পরিষদের নতুন ভবন ও হলরুমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে সংসদ সদস্য জাফর আলম এসব কথা বলেন। আজ বুধবার ২ নভেম্বর উপজেলা পরিষদ ভবন উদ্বোধন উপলক্ষে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন, চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে সংসদ সদস্য বলেন, চকরিয়া পেকুয়ার রাস্তা-ঘাট, শিক্ষা প্রতিষ্ঠানসহ ব্যাপক উন্নয়ন হয়েছে। কর্মমুখী শিক্ষা বাস্তবায়নের লক্ষ্যে সরকার ইতিমধ্যে চকরিয়া ও পেকুয়ায় ২টি কারিগরী স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠার প্রকল্প গ্রহণ করেছে।
এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আনিছুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মকছুদুল হক ছুট্টো, চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান, পৌর আওয়ামীলীগের সভাপতি ও সাবেক জেলা পরিষদের সদস্য জাহেদুল ইসলাম লিটু, উপজেলা আওয়ামীলীগের সম্পাদক আবু মূছা।
পাঠকের মতামত: