ঢাকা,মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪

উন্নয়নশীল দেশের খেতাব অর্জনে চকরিয়ায় প্রশাসনের আনন্দ শোভাযাত্রা

এম.জিয়াবুল হক, চকরিয়া :

আওয়ামীলীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফল নেতৃত্বে বর্তমান সরকারের আমলে চলমান উন্নয়ন অগ্রযাত্রার মাধ্যমে স্বল্পউন্নত থেকে বাংলাদেশ উন্নয়নশীল দেশের খেতাব অর্জন করায় গতকাল বৃহস্পতিবার (২২মার্চ) সকালে চকরিয়া উপজেলা প্রশাসনের বর্ণিল আয়োজনে উদযাপন করা হয়েছে আনন্দ শোভাযাত্রা।

এদিন সকাল দশটার দিকে উপজেলা পরিষদস্থ শেখ রাসেল মিনি স্টেডিয়াম থেকে এ উপলক্ষে শুরু করা হয় এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা। উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরউদ্দিন মুহাম্মদ শিবলী নোমানের নেতৃত্বে শোভাযাত্রাটি স্টেডিয়াম থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়।

অনুষ্ঠিত শোভাযাত্রায় অংশ নেন উপজেলা সহকারি কমিশনার (ভুমি) খন্দকার ইখতিয়ার উদ্দিন আরাফাত, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ফাসিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন চৌধুরী, চকরিয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আলমগীর চৌধুরী, চকরিয়া থানার ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা মো.আতিক উল্লাহ কুতুবী, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান আলহাজ সেলিম উল্লাহ, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বাবু এমআর চৌধুরী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো.সাইফুর রহমান, উপজেলা ভেটেরিনারী সার্জন ডা.ফেরদৌসী আক্তার দিপ্তী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আসলাম খাঁন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কামাল হোসেন, উপজেলা প্রকৌশলী রনী সাহা, উপজেলা সমবায় কর্মকর্তা আবদুল মান্নান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জোবায়ের হাসান, সহকারি শিক্ষা অফিসার আনোয়ারুল কাদের, কলেজ শিক্ষক মুজিবুল হক রতন, স্কাউট শিক্ষক আনোয়ারুল হক প্রমুখ। এছাড়াও শোভাযাত্রায় অংশ নেন উপজেলা প্রশাসনের কর্মকর্তা, আওয়ামীলীগের সিনিয়র নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্যবৃন্দ, বিভিন্ন স্কুল, কলেজ, মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী, নানা শ্রেনীপেশার নাগরিক ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।

পাঠকের মতামত: