ঢাকা,শনিবার, ২৩ নভেম্বর ২০২৪

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট

ফারুক আহমদ , উখিয় :: কক্সবাজারের উখিয়ার বালুখালি  রোহিঙ্গা ক্যাম্পের ই-ডব্লিউ ব্লকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২২ মার্চ) বিকাল ৩ টার দিকে লাগা আগুনে  ক্যাম্প ৮ ক্যাম্প ৯  এবং ১০ নম্বর  ক্যাম্পে ছড়িয়ে পড়েছে।, পুড়ে গেছে  শত শত  রোহিঙ্গা  বসতি ।

খবর পেয়ে বিকাল সোয়া ৫টা নাগাদ ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৪টি টিম পৌছে আগুন নেভাতে চেষ্টা চালাচ্ছে।

অগ্নিকাণ্ডের সূত্রপাতের সঠিক তথ্য এখনো জানা যায়নি।

সোমবার বিকেল ৩ টার দিকে বালুখালী ক্যাম্পে এ আগুনের সূত্রপাত হয়। ৪ ঘণ্টা পেরিয়ে গেলেও সন্ধ্যা  ৭ টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। তবে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট একসাথে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে।

বালুখালি ৮ নং রোহিঙ্গা ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ তানজীম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের উখিয়া স্টেশন, রামু স্টেশন ও কক্সবাজার স্টেশনের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. সামছু-দ্দৌজা জানান, উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে বিকালে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। আগুন এখনো জ্বলছে। তবে আগুন নেভানোর জন্য ফায়ার সার্ভিস, উখিয়া পুলিশ, এপিবিএন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সবাইকে জানানো হয়েছে।

দ্রুত আগুন নেভানোর জন্য সবাই একযোগে কাজ করছে। এখনো পর্যন্ত কি পরিমাণ রোহিঙ্গাদের বসতি ক্ষতি হয়েছে তা জানা যায়নি।

 এদিকে প্রাণে বাচতে হাজার হাজার  রোহিঙ্গারা কক্সবাজার  টেকনাফ  সড়কে  অবস্থান করছেন।  অনেকের আহাজারিতে কান্নায় ভেঙে  পড়েছে।  শত শত রোহিঙ্গা  বসতি পুড়ে  ছাই হয়ে  গেছে।  নিখোঁজ  রয়েছে  অসংখ্য  শিশু  ও নারী পুরুষ ।

কক্সবাজার  বাজার জেলা  প্রশাসক  মোহাম্মদ  মামুনুর  রশীদ  ও পুলিশ  সুপার  ঘটনাস্হল পরিদর্শন  করছেন।

পাঠকের মতামত: