ঢাকা,শনিবার, ১১ জানুয়ারী ২০২৫

উখিয়ায় যৌথ অভিযান চালিয়ে দুটি অবৈধ করাতকল উচ্ছেদ সহ বিপুল পরিমাণ কাঠ জব্দ

ফারুক আহমদ , উখিয়া ::
উখিয়ায় উপজেলা প্রশাসন বন বিভাগ ও পুলিশের যৌথ অভিযান চালিয়ে রাজা পালং হতে দুটি অবৈধ করাতকল উচ্ছেদসহ বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ করেছে।
এদিকে গত ২৬ জানুয়ারী অন লাইন নিউজ পোর্টালে উখিয়ায় অর্ধশতাধিক করাতকল গিলে খাচ্ছে সামাজিক বনায়ন, নিরব বন বিভাগ শিরোনামে তথ্যবহুল সংবাদ প্রকাশিত হয়েছিল।
গতকাল শনিবার ৩০ জানুয়ারী সহকারী কমিশনার( ভূমি) আমিমুল এহাসান খানের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এ সময় উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম, থানার সাব ইন্সপেক্টর ও বন বিভাগের একদল বনকর্মী অভিযানে অংশগ্রহণ করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, উখিয়া বিভিন্ন জায়গায় অর্ধশতাধিক অবৈধভাবে করাত কল বসানো হয়েছে। রাজাপালংয়ে (রাজাপালং মাদ্রাসার পাশে) দীর্ঘদিন ধরে কোন প্রকার লাইসেন্স ছাড়াই কতিপয় প্রভাবশালী মহল অবৈধভাবে করাতকল বসিয়ে কাঠ চিরাই করে আসছিল।
উপজেলা প্রশাসন বন বিভাগ ও পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে দুটি করাতকল উচ্ছেদ একই সাথে বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ করেন।
সহকারী কমিশনার ভূমি আমিমুল এহাসান খান জানান, উপজেলা প্রশাসন ধারাবাহিক অভিযানের অংশহিসেবে ২ টি অবৈধ করাতকল উচ্ছেদ করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম জানান বন বিভাগ এ ব্যাপারে বিভাগীয় মামলা দায়ের করেছে।

পাঠকের মতামত: