ঢাকা,বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫

উখিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

ফারুক আহমদ, উখিয়া ::  উখিয়া উপজেলার ডিগ্রি কলেজ ও কোটবাজার বটতলী এলাকায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত হয়েছে। আহত হয়ে আরও ৪ জন। মঙ্গলবার (২২জুন) কক্সবাজার-টেকনাফ মহাসড়কে এ পৃথক দুটি দুর্ঘটনা ঘটে।

আহতদের কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারমধ্যে ২জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্বজনরা।

নিহতরা হলেন, মোহাম্মদ তারেক (২৫) ও তিনবছর বয়সী নাহিদুল ইসলাম। তারেক রামু উপজেলার কলাবাগান গ্রামের হোসেন আহমদের ছেলে ও নাহিদ রাজাপালং ইউনিয়নের মালভিটাপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে কোটবাজার স্টেশনের বটতলী এলাকায় যাত্রীবাহি মাইক্রোবাস ও ব্যাটারি চালিত সিএনজি মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় তারেক ঘটনাস্থলে মারা যায়। অপরদিকে উখিয়া কলেজের টিএনটি এলাকায় পিকআপ চাপায় নাহিদ নিহত হয়।

উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার এহসান উল্লাহ সিকদার এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সনজুল মোর্শেদ বলেন, দুর্ঘটনায় কবলিত ৩টি গাড়ি জব্দ করা হয়েছে। আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয।

 

পাঠকের মতামত: