ঢাকা,বুধবার, ১ জানুয়ারী ২০২৫

উখিয়ায় পাঁচশ’ হেক্টর জমিতে বোরো ধান নষ্ট

উখিয়া সংবাদদাতা ::1493135990
ভারি বর্ষা-ঝড়ো হাওয়া আর শিলা বৃষ্টিতে উখিয়ায় প্রায় পাঁচশ’ হেক্টর জমিতে বোরো পাকা ধান নষ্ট হয়েছে বলে কৃষকের অভিমত।

বোরো আবাদের শুরু থেকে দীর্ঘ সময় কোন প্রকার প্রাকৃতিক দুর্যোগ না হওয়ায় এবার বোরোর বাম্পার ফলনের আশা করছিল কৃষকেরা। ধান কাটার সময়ে প্রথমে ব্লাস্ট রোগ পরবর্তীতে লাগাতার বর্ষায় কৃষকের আশা-ভরসা বিলীন হয়ে গেছে।

মঙ্গলবার সকাল ১০টায় কৃষি বিষয়ক অনুষ্ঠান মাটি ও মানুষের উপস্থাপক দেওয়ান সিরাজ সহ উখিয়া কৃষি অফিসের একটি দল সিকদার বিল, গয়ালমারা, ভালুকিয়া, থিমছড়ি ও কোটবাজারসহ পাঁচ/ছয়টি এলাকা পরিদর্শন করেছে। উপজেলা কৃষি অফিসার মো. শরিফুল ইসলাম পরিদর্শন শেষে প্রত্যক্ষদর্শী হিসাবে ক্ষয়ক্ষতির বিবরণ উপস্থাপন করতে গিয়ে স্থানীয় সাংবাদিকদের জানান, আনুমানিক ২৫হেক্টর জমির ফসল নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি আরো বলেন, ‘পুরোপুরি পাকা ধান নষ্ট হয়ে যাওয়ার মতো পরিবেশ সৃষ্টি হয়নি বলে কৃষকদের তেমন কোন ক্ষতির আশঙ্কা নেই বলে তিনি মতামত ব্যক্ত করেন।

পাঠকের মতামত: