ঢাকা,শনিবার, ১১ জানুয়ারী ২০২৫

উখিয়ায় কর্মহীন  ৫শত অসচ্ছল শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী  বিতরণ বিএনপি”র  

ফারুক আহমদ, উখিয়া ::

কোভিন নাইনটিন নোভেল    করোনা ভাইরাসের ঝুঁকি এড়াতে নিজ বাড়িতে   কর্মহীন হয়ে পড়া ৫শ হতদরিদ্র পেশাজীবি  শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করছেন উখিয়া উপজেলা বিএনপি।

 কক্সবাজার জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য   শাহজাহান চৌধুরীর নির্দেশনায় উখিয়া উপজেলা বিএনপির উদ্যোগে  ট্রাক,সিএনজি ও টমটম শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন উখিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) সোলতান মাহমুদ চৌধুরী। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, আলু, পেয়াজ ও তৈল।

বৃহস্পতিবার ২ এপ্রিল  সকালে ট্রাক শ্রমিক সমিতির সভাপতি শাহজাহান ড্রাইভার,সিএনজি সমিতির সভাপতি রুহুল আমিন খান  সাধারণ সম্পাদক শরীফ মাহমুদ চৌধুরী,সোনার পাড়া সিএনজি সমিতির পরিচালক আবুল কালাম,কোটবাজার টমটম সমিতির পরিচালক সলিম উল্লাহ বাহাদুরের কাছে শ্রমিকদের প্রদানের জন্য  খাদ্য সামগ্রী   হস্তান্তর করা হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন,উখিয়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন সম্পাদক দলিলুর রহমান শাহীন, রত্নাপালং ইউনিয়ন বিএনপির সভাপতি এম গফুর উদ্দিন,হলদিয়াপালং দক্ষিণ বিএনপির সভাপতি জামাল মাহমুদ, জালিয়াপালং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন মেম্বার, হলদিয়া পালং দক্ষিণ শাখা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল আলম মেম্বার, রত্না পালং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক এডভোকেট শাহ আমিন চৌধুরী, উপজেলা যুবদলের আহবায়ক এম সাইফুর রহমান সিকদার, উপজেলা ছাত্রদলের আহবায়ক আরফাত হোসেন চৌধুরী, উপজেলা যুবদলের সদস্য সচিব খাইরুল আমিন, যুগ্নআহবায়ক আজফির সাবিত চৌধুরী, যুগ্নআহবায়ক আব্দুল্লাহ আল মামুন, উপজেলা ছাত্রদলের যুগ্নআহবায়ক মোর্শেদুল হক ভুট্টো, উখিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সদস্য সচিব মোঃ ইয়াছিন, হলদিয়া দক্ষিণ যুবদলের আহবায়ক নুর হোসাইন নয়ন,রত্নাপালং যুবদলের আহবায়ক আব্দু সালাম, সদস্য রফিকুল ইসলাম,উপজেলা যুবদলের সদস্য ইউছুপ আলী, আবুল কালাম, উপজেলা ছাত্রদলের সদস্য আলী হোসেন সুমন, রাসেল মাহমুদ, ইমরান আল মাহামুদ, ফয়সাল, মোঃ ইউনুছ, শফিক আবেদীন চৌধুরী, খাইরুল আমিন চৌধুরী, আরিফ চৌধুরী খোরশেদ আলমসহ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

বিতরণ অনুষ্ঠানেে সংক্ষিপ্ত বক্তব্যে  উখিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সোলতান মাহমুদ চৌধুরী বলেন

অসহায় হতদরিদ্র কর্মহীন মানুষের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।

পাঠকের মতামত: