ঢাকা,শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

উখিয়া বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

mail.google.com ফারুক আহমদ, উখিয়া ::::

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলার তথাকথিত রায়ে সাজা দেওয়ার প্রতিবাদে বুধবার বিকেল উখিয়া উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের উদ্যোগে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচীর অংশ হিসাবে উখিয়ার কোটবাজার স্টেশনে বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, উখিয়া বিএনপির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী, সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান সোলতান মাহামুদ চৌধুরী, যুবদলের সদস্য সচিব সাইফুল ইসলাম সিকদার, ছাত্রদলের সভাপতি রিদুয়ান ছিদ্দিকী ও সাধারণ সম্পাদক আরফাত চৌধুরী। বক্তরা বলেন, ভোটবিহীন অনির্বাচিত অবৈধ সরকার রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ হয়ে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে অন্যায় ভাবে সাজা দিয়ে নির্বাচন থেকে দূরে রাখতে চাই। শুধু তাই নয় এই স্বৈরাচার সরকার বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মীদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা সহ জুলুম নির্যাতন চালিয়ে দেশে বাঁকশাল কায়েম করার নীল নকশা চালিয়ে যাচ্ছে। বক্তরা হুশিয়ারী উচ্চারণ করে বলেন, ষড়যন্ত্র ও মিথ্যা মামলায় সাজা দেওয়া হলেও দেশের হাজার হাজার জনতার হৃদয় থেকে তারেক রহমানকে মুছানো যাবে না। বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন, বিএনপির নেতা ছাবের আহমদ কন্ট্রাক্টর, সিরাজুল হক ডালিম, দলিলুর রহমান শাহীন, মো: সেলিম উদ্দিন, শাহাব উদ্দিন চৌধুরী, হেলাল উদ্দিন, এস.এম এনামুল হক, আলহাজ্ব রফিক আহমদ মেম্বার, শাহজাহান আলী, আতাউর রহমান ও ওবাইদুল হক মেলু, যুবদলের আহ্বায়ক এম. গফুর উদ্দিন, মেম্বার এম. মনজুর আলম, মেম্বার শামশুল আলম, মোহাম্মদ হোছন, রফিকুল হুদা চৌধুরী, মোহাম্মদ আমিন, রফিক উল্লাহ, মুফিজ উদ্দিন, রুস্তম আলী, আব্দুল মজিদ, মো: জামাল, সাইফুল্লা সিকদার, নুর আহমদ সওদাগর, মির কাশেম ভুট্টু, আব্দুল গফুর, মনিরুল ইসলাম মনির, জালাল, সাবিদ চৌধুরী, ছালামত উল্লাহ, রফিক, দিদার, বাবুল উদ্দিন, আলমঙ্গীর, বেলাল, গিয়াস, সোহেল, শাহজাহান, আব্দু সালাম ও কামাল উদ্দিন, ছাত্রদলের সেলিম সিরাজী, নিকসন, খাইরুল আমিন, রিদুয়ান, জোবাইর, ভুট্টু, আমিন, মোহাম্মদ হোছন, স্বেচ্ছাসেবক দলের বেলাল, বাহার উদ্দিন, আব্দু রহিম, জাহাঙ্গীর, শ্রমিক দলের শফি সওদাগর, খোরশেদ আলম, নুর আহমদ ও ছাবের, মহিলা দলের রশিদা বেগম প্রমূখ।

#####

উখিয়ার সমুদ্র উপকূলীয় এলাকায় চোরের উপদ্রপ  বৃদ্ধি

ফারুক আহমদ, উখিয়া ॥

উখিয়ার সমুদ্র উপকূলীয় চোয়াংখালীসহ বিভিন্ন নদীতে ফিশিং বোটের যন্ত্রাংশ, মাছ ধরার জাল ও যান্ত্রিন মূল্যবান মালামাল আশাংকাজনক হারে চুরি বৃদ্ধি পেয়েছে। বর্তমানে চোরের উপদ্রক বৃদ্ধি পাওয়ায় ফিশিং বোটের মালিকগণের মাঝে আতংক বিরাজ করছে।

জানা যায়, উপজেলার জালিয়াপালং ইউনিয়নের চোয়াংখালী সমুদ্র উপকূলী এলাকায় প্রতি রাতেই ফিশিং বোটে চুরি সংঘটিত হচ্ছে। একদল সংঘবদ্ধ চোর সু-কৌশলে ফিশিং বোটের মূল্যবান যন্ত্রাংশ খুলে নিয়ে যায়। অভিযোগে প্রকাশ ওই এলাকার মৃত খলিলুর রহমানের পুত্র আব্দুল আলীর মালিকাধীন ফিশিং বোটের ইঞ্জিলের মূল্যবান যন্ত্রাংশ, মাছ ধরার জাল সহ অন্যান্য সামগ্রী চুরি হয়। এলাকাবাসীরা জানান, মৃত হাফিজুর রহমানের পুত্র বেলাল উদ্দিন প্রকাশ বেলাইল্ল্যার চোরার নেতৃত্বে সংঘবদ্ধ চোরের দল প্রতিদিন চোয়াংখালী, ছেপটখালী, বোয়াংখালী ও মনখালীর নদীর ঘাঁটে অবস্থানরত অসংখ্য ফিশিং বোটে চুরি সংঘটিত করে। স্থানীয় ইউপি মেম্বার জাহেদ আলম চুরি ঘটনায় প্রমাণিত হওয়ায় বেলাল কে অর্থের জরিমানাও করেছিল। ফিশিং বোটের মালিক আব্দুল আলী বলেন, প্রায় দেড় লক্ষ টাকার মাছ ধরার জাল ও ইঞ্জিলের যন্ত্রাংশ চুরি হওয়ায় বর্তমানে বোটটি অচল হয়ে পড়েছে। বর্তমানে ফিশিং বোটের মালিকগণ পেশাদার চোরের নিকট জিম্মি হয়ে পড়েছে। তারা আইনশৃংখলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন।

পাঠকের মতামত: