প্রেস বিজ্ঞপ্তি :::
বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ড. আ.ফ.ম খালিদ হোসেন বলেছেন, দেড় হাজার বছরের ঈমানী আন্দোলনের ইতিহাসে ইসলামী ছাত্রসমাজ এক বলিষ্ঠ সংযোজন। ইতিহাসের ধারাবাহিকতায় অস্তিত্বে আসা এ সংগঠন আল্লাহর রহমতে প্রতিষ্ঠাকাল থেকে অদ্যাবধি তার মিশন সাফল্যের সাথে অব্যাহত রেখেছে। ইসলাম, দেশ ও জাতির স্বার্থ রক্ষার আন্দোলনে ঐতিহ্যবাহী এ ছাত্রসংগঠনের রয়েছে গৌরবোজ্জ্বল অবদান। কওমী মাদ্রাসা সনদের সরকারী স্বীকৃতি ইসলামী ছাত্রসমাজের নিষ্ঠাপূর্ণ আন্দোলনের ফসল। গৌরবময় এই ইতিহাসকে সামনে রেখে সুন্দর আগামীর পানে নেতা-কর্মীদের এগিয়ে যেতে হবে।
তিনি কক্সবাজার জেলা ইসলামী ছাত্রসমাজ আয়োজিত এক প্রীতি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর খালিদ হোসেন আরও বলেন, ইসলামী ছাত্রসমাজের রয়েছে স্বতন্ত্র বৈশিষ্ট্য, স্বচ্ছ দৃষ্টিকোণ, বিপ্লবাত্মক কর্মনীতি ও গঠনমূলক কর্মসূচী। এর আলোকে প্রশিক্ষণের মাধ্যমে বাছাইকৃত ছাত্রদের স্বীয় পড়াশুনার প্রতি অত্যধিক মনযোগী করে আদর্শ মানবরূপে গড়ে তোলাই এ সংগঠনের প্রধানতম কাজ। তাই ইসলামী ছ্ত্রাসমাজ নেতা-কর্মীদেরকে আদর্শিক জ্ঞান, চারিত্রিক দৃঢ়তা ও কঠিন মনোবল অর্জন করে বাঁধার প্রাচীর মাড়িয়ে হেরার জ্যোতির পানে এগিয়ে যেতে হবে। তাহলেই কোন লোভ, মোহ ও শত্র“র রক্তচক্ষু আমাদের ঈমানী দায়িত্ব থেকে বিচ্যুত করতে পারবে না ইনশাআল্লাহ।
সংগঠনের জেলা সভাপতি হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুরের সভাপতিত্বে ২০ জুন সন্ধ্যায় কক্সবাজারে এক হোটেলের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ আয়োজনে বিশেষ অতিথি ছিলেন, সংগঠনের সাবেক কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক শেখ লোকমান হোসেন ও মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, প্রাক্তন কেন্দ্রীয় সংগঠন সচিব জেলা নেজামে ইসলাম পার্টির সিনিয়র সহ-সভাপতি মাওলানা আ.হ.ম নুরুল কবির হিলালী, প্রাক্তন সংগঠন সচিব জেলা নেজামে ইসলাম পার্টির সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ ইয়াছিন হাবিব, দৈনিক ইনকিলাবের বিশেষ সংবাদদাতা শামসুল হক শারেক, সংগঠনের সাবেক নেতা জেলা পুস্তক ব্যবসায়ী সমিতির সভাপতি মাওলানা ওমর ফারুক, সাবেক কেন্দ্রীয় প্রচার সচিব এস. মোহাম্মদ হোসেন। সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা ইসলামী ছাত্রসমাজের সাবেক সভাপতি এম. নুরুল হক চকোরী, সাবেক জেলা সাধারণ সম্পাদক মাওলানা মাহবুব উল্লাহ নোমানী, সাবেক রামু উপজেলা সভাপতি মাওলানা খালেদ সাইফী, সাবেক নেতা মাওলানা হুমায়ুন কবির, মাওলানা সাইফুল ইসলাম সাইফী, নুর মুহাম্মদ, জেলা ইসলামী ছাত্রসমাজের সাধারণ সম্পাদক মুহাম্মদ আবদুল হামিদ, রামু উপজেলা সভাপতি মুহাম্মদ দিদারুল আলম, চকরিয়া উপজেলা সহ-সভাপতি মুহাম্মদ রিয়াজ উদ্দিন, কুতুবদিয়া উপজেলা সাধারণ সম্পাদক মুহাম্মদ ইসমাইল, রামু উপজেলা সাধারণ সম্পাদক মুহাম্মদ আতাউল্লাহ, সদর উপজেলা যুগ্ম-আহ্বায়ক মুহাম্মদ আবদুল্লাহ আল মামুন, শহর শাখা সমন্বয়কারী মুহাম্মদ সাইফুর রহমান, রাজারকুল ইউনিয়ন সভাপতি মুহাম্মদ আবদুল করিম, জোয়ারিয়ানালা ইউনিয়ন সভাপতি হাফেজ মুহাম্মদ হেলাল উদ্দীন, খুনিয়া পালং ইউনিয়ন সহ-সভাপতি মুহাম্মদ নোমান, পি.এমখালী ইউনিয়ন সাধারণ সম্পাদক মুহাম্মদ রেজাউল করিম প্রমূখ।
পাঠকের মতামত: