ঈদ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে ঈদবাজারও জমে ওঠছে চকরিয়ায়। ছবিটি পৌরশহর চিরিঙ্গা থেকে গতকাল তোলা।
সরেজমিন দেখা গেছে, ক্রেতারা বেশি ভিড় করছেন আনোয়ার শপিং কমপ্লেক্স, সিটি সেন্টার, ওয়েস্টার্ন প্লাজা, সুপার মার্কেট, নিউমার্কেট ও ওসান সিটি মার্কেটে। এসব মার্কেটে বেশি বিক্রি হচ্ছে রকমারি শাড়ি, সালোয়ার কামিজ, পাঞ্জাবি, জুতাসহ নানা রকমের পণ্য। তবে প্রতিদিন পৌরশহর চিরিঙ্গার ঈদবাজারে আগত অন্তত লাখো ক্রেতাকে কাছে টানতে মারাত্মক শব্দদূষণের প্রতিযোগিতায় নেমেছে বেশ কয়েকটি মার্কেট। দিন-রাত ২৪ ঘণ্টা সমানে মাইকে প্রচারের শব্দদূষণের কারণে অতিষ্ঠ স্থায়ী বাসিন্দারা।
এদিকে ক্রেতাদের নিরাপত্তায় বসানো হয়েছে সিসি ক্যামেরা। যাতে চোর, ছিনতাইকারী, ইভটিজার ও পকেটমাররা কোনো অপরাধমূলক কর্মকাণ্ড করতে না পারে। একইসঙ্গে পৌরসভার কমিউনিটি পুলিশ ও থানার পুলিশ মোড়ে মোড়ে নিরাপত্তামূলক ব্যবস্থা নিয়েছে।
ব্যবসায়ীরা জানিয়েছেন, রমজান মাস শুরুর ১০ দিন পর্যন্ত দিনে কমবেশি বেচাকেনা ছিল। এর পর থেকে বেশ জমে ওঠেছে ঈদবাজার। ভোররাত পর্যন্ত এখন বেচাবিক্রি চলছে।
আনোয়ার শপিং কমপ্লেক্সের রূপসী ক্লথ স্টোরের মালিক মো. মনসুর আলম চকরিয়া নিউজকে বলেন, ‘ঈদের বাজার যেভাবে জমে ওঠেছে, তা বলার অপেক্ষা রাখে না। এ অবস্থায় দম ফেলারও সময় পাচ্ছেন না দোকান কর্মচারীরা। এজন্য শিফট ভাগ করে দিয়ে কর্মচারীরা দায়িত্ব পালন করছেন।’
চকোরী বস্ত্রালয়ের মালিক সত্যজিৎ ধর চকরিয়া নিউজকে জানান, প্রতিবছর রমজান মাসে বেশি বিক্রির আশায় থাকেন দোকানিরা। এজন্য আগে থেকেই যুগের সঙ্গে তাল মিলিয়ে রকমারি দেশি-বিদেশি শাড়ি, সালোয়ার কামিজসহ নানা ধরনের পণ্যের সমাহার ঘটানো হয়। এবারও এর ব্যতিক্রম হয়নি।
তিনি বলেন, ‘এবারের ঈদবাজারে নারীদের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে ইন্ডিয়ান বিভিন্ন আইটেমের শাড়ি। এর মধ্যে জামদানি, কাতান, চেন্নাই শাড়ির চাহিদা বেশি। একইসঙ্গে হাতের কাজ করা শাড়িও কিনছেন অনেকে। আবার বিভিন্ন নামের সালোয়ার কামিজেরও কদর বেশি রয়েছে এবারের ঈদে।’
উপজেলার পূর্ব বড় ভেওলার মানিক পাড়া থেকে ঈদের পোশাক ক্রয় করতে আসা নূরে জন্নাত কালের কণ্ঠকে বলেন, ‘দোকানে দোকানে নজরকাড়া শাড়ি ও সালোয়ার কামিজের সমারোহ রয়েছে। এসব পণ্যের মানও ভালো। তাই বিক্রেতারা এখনো দাম ধরে রেখেছেন।’
নূরে জন্নাতের সঙ্গে আসা চকরিয়া আবাসিক মহিলা কলেজের শিক্ষার্থী ইসমত আরা বলেন, ‘বুটিকসের একটি সালোয়ার কামিজ পছন্দ হওয়ায় কিনে নিয়েছি। দাম একটু বেশি নিলেও পছন্দ হওয়ায় সময় নষ্ট করিনি।’
চকরিয়া ব্যবসায়ী সমিতির সভাপতি রেজাউল হক সওদাগর চকরিয়া নিউজকে বলেন, ‘চকরিয়া পৌরশহর চিরিঙ্গায় ছোট-বড় বিপণি বিতান রয়েছে অন্তত ৩০টি। সেখানে প্রতিদিন দুপুরের পর থেকে ভোররাত পর্যন্ত জমজমাট বিকিকিনি চলছে। ঈদবাজারে আগত ক্রেতাদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বিপণি বিতানগুলোর পক্ষ থেকে।’
চকরিয়া পৌরসভার মেয়র চকরিয়া নিউজকে বলেন, ‘চিরিঙ্গা শহরে আশপাশের অন্তত ৬টি উপজেলার ক্রেতারা কেনাকাটা করতে আসেন। প্রতিদিন কম করে হলেও শিশুসহ লক্ষাধিক নারী-পুরুষের আগমন ঘটে। ক্রেতা-সাধারণের নিরাপত্তাসহ সার্বিক বিষয় বিবেচনায় নিয়ে পৌরসভার কমিউনিটি পুলিশকে নিরাপত্তা ব্যবস্থায় নিয়োজিত করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন সড়কে চলাচল নির্বিঘ্ন রাখতে সকল ধরনের অবৈধ এবং ভাসমান দোকান-পাট উচ্ছেদ করা হয় রমজান শুরুর আগে থেকে।’
চকরিয়া থানার ওসি মো. বখতিয়ার উদ্দিন চৌধুরী চকরিয়া নিউজকে বলেন, ‘চিরিঙ্গা বিপণি বিতানে আগত ক্রেতারা যাতে কোনো ধরনের নিরাপত্তাজনিত সমস্যায় না পড়েন সেজন্য বিপুলসংখ্যক পুলিশ ও আনসার সদস্য নিয়োজিত রাখা হয়েছে। এতে এখনো পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পুলিশের নজরে আসেনি।’
- চকরিয়ায় প্যারাবন নিধনের মামলায় আসামি নিরীহ মানুষ
- পেকুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকট, চিকিৎসা সেবা ব্যাহত
- চকরিয়ায় সেনাবাহিনীর হাতে নারীসহ তিনজন গ্রেফতার
- মেরিন ড্রাইভ সড়কে অস্ট্রেলিয়ান নাগরিক নিহত
- চকরিয়ায় সাবেক এমপি জাফর সাঈদি সহ আওয়ামী লীগের ২৮৭ জনের বিরুদ্ধে থানায় নতুন মামলা
- চকরিয়ায় যাত্রীবাহী বাস থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার, বিক্রেতা গ্রেফতার
- দুর্নীতির আখড়ায় কক্সবাজার সিটি কলেজ
- চকরিয়ায় ব্যবসায়ীকে ডেকে নিয়ে হত্যার ভয় দেখিয়ে দুই লাখ টাকা ছিনতাই
- বদরখালী সমিতির ১১টি মৎস্য প্রকল্পের নিলাম নিয়ে বিরোধ
- রামুতে আপন ভাতিজিকে অপহরণ করে মুক্তিপণ দাবি
- রামুতে ল্যাপটপ পেলেন ৮০ নারী ফ্রিল্যান্সার
- চকরিয়া সদরের বক্স রোড সম্প্রসারণ কাজে ব্যাপক অনিয়ম ও দূর্নীতির অভিযোগ
- বহিরাগতদের নিয়ে কলেজে গেলেন পদত্যাগ করা বিতর্কিত অধ্যক্ষ মুজিবুল আলম
- চকরয়ার ঠিকাদার মিজান গ্রেফতার, কোটি টাকার ঋণের জেল-জরিমানার দায়ে
- কক্সবাজার আবাসিক হোটেলে ৭০ ইউপি সদস্যের ‘গোপন বৈঠক’, আটক ১৯
- চকরিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২টি ডাম্পার ও স্কেভেটর জব্দ
- চকরিয়ার রশিদ আহমদ চৌধুরী উচ্চ বিদ্যালয় : কোটি টাকা লোপাটের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে
- কুতুবদিয়ায় গর্তে ১০ লক্ষ মণ পুরাতন লবন,লোকসানের শংকা চাষীরা
- চকরিয়ার সাবেক এমপি জাফর আলম, সালাহউদ্দিনসহ আওয়ামী লীগের ৭৩৬ জন আসামী
- চকরিয়ায় ব্যবসায়ীকে ডেকে নিয়ে হত্যার ভয় দেখিয়ে দুই লাখ টাকা ছিনতাই
- উত্তপ্ত রামু সরকারি কলেজ: অধ্যক্ষ মুজিবের অপসারনের দাবিতে কার্যালয় ও প্রশাসনিক ভবনে তালা
- পেকুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকট, চিকিৎসা সেবা ব্যাহত
পাঠকের মতামত: