ঢাকা,শনিবার, ১১ জানুয়ারী ২০২৫

ঈদগাঁওয়ের মহসিন মেম্বারকে গ্রেপ্তার করেছে পুলিশ

কক্সবাজার সদর প্রতিনিধি :: কক্সবাজার সদরের ঈদগাঁও ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মেম্বার মিজানুর রহমান মহসিনকে একাধিক মামলার পরোয়ানা মূলে গ্রেপ্তার করেছে সদর মডেল ও ঈদগাঁও পুলিশ।
২৫ জানুয়ারী ভোরে তার বসত ঘরে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় বলে জানা গেছে। গ্রেপ্তারকৃত মিজানুর রহমান মহসিন বর্ণিত ইউনিয়নের চাঁন্দের ঘোনা এলাকার মাষ্টার আলতাফুর রহমানের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়,তার বিরুদ্ধে প্রতারণা,মারধর, এনআই এক্টেসহ কয়েকটি মামলায় গ্রেফতারী পরোয়ানা ছিল।দীর্ঘদিন পুলিশের চোখ ফাঁকি দিয়ে চলাফেরা করে আসলেও এদিন ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় সদর মডেল থানা ও ঈদগাঁও তদন্ত কেন্দ্রের একদল পুলিশ।
অপর একটি সূত্রে জানা গেছে, একই এলাকার এক যুবতীকে ধর্ষন, অপর এক মহিলাকে শারীরিক নির্যাতনের অভিযোগে আদালতে পৃথক দুইটি মামলা রয়েছে। তবে এখনো মামলার প্রয়োজনীয় কাগজপত্র থানায় পৌছেনি বলে জানায় সংশ্লিষ্টরা।ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ আসাদুজ্জামান মিজানুর রহমান মহসিনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

পাঠকের মতামত: