সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার ০২ ফেব্রুয়ারী :::
দীর্ঘ বছর ধরে সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওর বেশিরভাগ অভ্যন্তরীন সড়ক। ভাঙ্গাচোরা সড়ক দিয়ে চলাচলকারীরা চরম দূর্ভোগের শিকার হচ্ছেন। প্রতিনিয়ত এসব সড়কে যান চলাচলে বাড়ছে দূর্ঘটনা।
সরেজমিন দেখা গেছে, এসব অভ্যান্তরীন সড়কের পাকা সড়কের বেশিরভাগ এখন চলাচলের অযোগ্য। দীর্ঘ কয়েক বছর ধরে এসব সড়ক সংস্কার না হওয়ায় অনেকাংশে ভেঙ্গে দেবে গেছে। স্থানীয় উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কাশেম জানান, গত তত্বাবধায়ক সরকারের আমল থেকে এখন পর্যন্ত ঈদগাঁও-গোমাতলীর সড়কের বেশির ভাগই মেরামত করা হয়নি। যা হয়েছে তা নামে মাত্র। এদিকে চলাচল অনুপযোগী সড়কের মধ্যে ইসলামপুর-নাপিতখালী ভায়া কক্সবাজার সড়ক, ঈদগাঁও-গোমাতলী সড়ক, ঈদগাঁও- কাঞ্চনমালা গজালিয়া সড়ক, ঈদগাঁও-ভোমরিয়াঘোনা সড়ক, ঈদগাঁও-জালালাবাদ ফরাজি পাড়া সড়ক, ঈদগাঁও-চৌফলদন্ডী সড়ক, পোকখালী-মুসলিম বাজার মালমুরা পাড়া সড়ক সহ বিভিন্ন মহল্লার সাথে মেইন সড়কের লিংক সড়ক ও সড়কের অংশ বিশেষ।
এদিকে চাহিদার চেয়ে বরাদ্ধ কম থাকায় মেরামত যোগ্য এসব সড়ক সংস্কার করা যাচ্ছেনা বলে জানান কক্সবাজার এলজিইডির নির্বাহী প্রকৌশলী।
খোঁজ নিয়ে আরো জানা গেছে, গত বর্ষায় সদরের পোকখালী ইউনিয়ন পরিষদের সামনের ভাঙ্গন এলাকা এখনো পর্যন্ত মেরামত করা হয়নি। এতে চরম দূর্ভোগে পড়েছে এলাকার মানুষ। দীর্ঘ দিনেও এসড়কটি সংস্কার না করায় মুসলিম বাজার ও ঈদগাঁও বাজারের সাথে স্থানীয়দের যোগাযোগের ক্ষেত্রে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। অপরদিকে পোকখালীবাসির একমাত্র ফরাজি পাড়া সড়কের বিভিন্ন স্থানে মাটি সরে গিয়ে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। এছাড়া সুরকি ও খোয়া উঠে সড়কে খানা খন্দকের সৃষ্টি হয়েছে। এ রাস্তা দিয়ে রিক্সা, ভ্যান, টমটম, সিএনজি, মোটর সাইকেল, জীপ, ট্রাক চলাচলে বিঘœ ঘটছে। ভাঙ্গাচোরা এ সড়ক এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। যার কারণে প্রতিদিন শত শত শিক্ষার্থী, ব্যবসায়ীসহ, পথচারীকে অনেক কষ্টে চলাচল করতে হচ্ছে। এলাকাবাসী দ্রুত সড়কটির সংস্কারের দাবী জানিয়েছেন।
পাঠকের মতামত: