এম আবু হেনা সাগর, ঈদগাঁও :: কক্সবাজার সদরে ঈদগাঁওতে ভয়াবহ অগ্নিকান্ড সংগঠিত হয়েছে। এতে ৫টি ফার্নিচারের দোকান পুড়ে ছাই হয়ে যায়। অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়।
১১ই ফ্রেরুয়ারী রাত আনুমানিক ১২টার দিকে ঈদগাঁও বাজারের বাঁশঘাটা সড়কের পূর্ব পাশে ফার্নিচার দোকানে অগ্নিকান্ড সংগঠিত হয়। আগুন নিয়ন্ত্রনে আনতে প্রানপর চেষ্টা অব্যাহত রাখে লোকজন। দেরীতে হলেও ফায়ার সার্ভিস এসে অগ্নিকান্ড নিয়ন্ত্রনে আনে। অগ্নিকান্ডের খবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে চতুর্দিকে ছড়িয়ে পড়ার সাথে সাথে বিভিন্ন গ্রামাঞ্চল থেকে ঘটনাস্থলে এসেই লোকজন জড়ো হয়।
স্থানীয় সচেতন যুবক আবুল মনছুর আহমেদ জানান, ঈদগাঁও বাজারের বাঁশঘাটা সড়কের শর্টশার্কিটে অগ্নিকান্ডে ৫টি দোকান পুড়ে যায়। এতে প্রায় অর্ধকোটি টাকার মত ক্ষক্ষতি হয়।
ব্যবসায়ী নেতা হাসান তারেক জানান, অগ্নিকান্ড হয়ে ফার্নিচারের কারখানাসহ ছয়টি দোকান পুড়ে যায়। তবে বৈদ্যুতিক শর্টশার্কিট থেকে হতে পারে বলে মনে করেন তিনি।
ঈদগাঁও বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদের সভাপতি শাহনেওয়াজ চৌধুরী মিন্টু জানান, বাঁশঘাটা সড়কে অগ্নিকান্ডে দোকান পুড়ে যায়।
উল্লেখ্য যে, প্রতিবছর শীতকালীন সময়ে বৃহত্তর ঈদগাঁও কোন না কোন স্থানে ভয়াবহ অগ্নিকান্ড সংগঠিত হয়। দীর্ঘবছর ধরে এলাকাতে দমকল বাহিনী না থাকায় হতাশ হয়ে পড়ে এলাকাবাসী।
অবিলম্বে ফায়ার সার্ভিস স্থাপনের দাবী জানান।
পাঠকের মতামত: