ঢাকা,বুধবার, ৬ নভেম্বর ২০২৪

ঈদগাঁওতে ভোটার হতে মরিয়া তরুণ ও যুবরা

eidguএম আবু হেনা সাগর, ঈদগাঁও ::

চলমান ভোটার হালনাগাদ তালিকায় অন্তভুক্ত হতে মরিয়া হয়ে উঠেছে জেলা সদরের বৃহত্তর ঈদগাঁওর তরুণ ও উঠতি প্রজন্মের যুবকরা। তারা এবারে ভোটার হতে প্রয়োজনীয় কাগজ পত্র সংগ্রহ করতে দেখা যাচ্ছে। এমন কি অনেকে কিছু কিছু কাগজ সংগ্রহ করলে ও বাকী কাগজ সমুহ সংগ্রহ করতে রীতিমত হিমশিম খাচ্ছে। দেখা যায়, দক্ষিণ চট্রলার বৃহত্তম বানিজিক উপশহর ঈদগাঁও বাজার ও বাস ষ্টেশন এলাকায় কম্পিউটার এবং ফটোকপির দোকানে ভোটার হওয়ার লক্ষে প্রয়োজনীয় কাগজ পত্র ফটোকপি করতে তরুণ ও যুবকদের উপচেপড়া ভিড় প্রতিনিয়ত লক্ষনীয়। অপরদিকে বৃহত্তর ঈদগাঁও তথা ছয় ইউনিয়নের বিভিন্ন ইউনিয়ন পরিষদে ভোটার সংক্রান্ত কাগজ পত্র লোকজন সংগ্রহ করছে প্রায়শ। এদিকে ঈদগাঁও ইউপির তথ্য সেবা কেন্দ্রে চলমান ভোটার হালনাগাদ তালিকায় অন্তভুক্ত হতে মরিয়া তরুণ ও যুবকরা সন্ধ্যা পর্যন্ত কাগজ পত্র সংগ্রহ করতে মহাব্যস্ত সময় পার করতে দেখা যায়। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েক যুবকের সাথে কথা হলে তারা চলমান ভোটার তালিকায় ভোটার হওয়ার লক্ষে কাগজ পত্র যোগাড় করতে নানা ভাবে হিমশিম খাচ্ছে। অন্যদিকে এলাকার কয়েক জন মুরব্বি দেশ-বিদেশের এ প্রতিনিধিকে জানান, ঈদগাঁও ইউনিয়ন পরিষদের নির্দিষ্ট সময় সীমার পরেও গভীর রাত অবদি পযর্ন্ত এলাকার যুবক ও তরুণদের ভোটার হওয়ার সুবিধার্থে অনলাইন ভিত্তিক প্রযোজনীয় কাগজ পত্র দিয়ে যাচ্ছে। আবার ইউপি চেয়ারম্যান ও নিরবিচ্ছিন্ন ভাবে এসব কাগজ পত্র যাচাই বাচাই করতেও দেখা যায়। সূত্র মতে, গত ২৫ জুলাই থেকে একযোগে সারাদেশে ভোটার হালনাগাদ তালিকা শুরু হয়েছে। এটি ৯ই আগষ্ট পর্যন্ত চলমান থাকবে। এবারের ভোটার হালনাগাদে নাফনদী দিয়ে পার হয়ে এদেশে আসা রোহিঙ্গারা যাতে ভোটার হতে না পারে সে বিষয়ে তথ্য সংগ্রহকারী সহ এলাকাবাসীকে সজাগ থাকার আহবান জানিয়েছেন সচেতন মহল।

—————————————

 ঈদগাঁওতে ডজনাধিক মার্কেটে ব্যবসা-বানিজ্যে ধস: বিক্রেতারা হতাশ

এম আবু হেনা সাগর, ঈদগাঁও ::

জেলা সদরের বহুল আলোচিত বানিজ্যিক কেন্দ্র ঈদগাঁও বাজারে দু-দফা বন্যায় ব্যবসা-বানিজ্যে ব্যাপক আকারে ধস নেমেছে।যার ফলে লাখ লাখ টাকার পুঁজি খাটানো বিক্রেতারা হতাশ হয়ে পড়েন। জানা যায়, এ ঈদগাঁও বাজারে চলতি বর্ষা মৌসুমে দুই বার বৃষ্টিপাত ও পাহাড়ী ঢলের বন্যার পানিতে পুরো বাজার প্লাবিত হয়ে পড়ে। যার কারণে ঈদগাঁওর ডজনাধিক মার্কেটে ব্যবসা-বানিজ্যে তেমন ভাবে জমে উঠছেনা। তৎমধ্যে নিউ মার্কেট, রহমানিয়া মার্কেট, দারুল হেরা মার্কেট, শফি সুপার মার্কেট, বেদার মার্কেট, বঙ্গ মার্কেট, মাতবর মার্কেট সহ ডজনাধিক মার্কেটে আসন্ন ঈদুল আজাহা ঘনিয়ে আসলে ও তেমনি ভাবে বিকি কিনি হচ্ছেনা। পাশাপাশি এসব মার্কেটের ব্যবসায়িরা ঢাকা চট্রগ্রাম থেকে লাখ লাখ টাকার মালামাল এনে হতাশ হয়ে পড়েছেন বিক্রেতারা। তেমনি ভাবে ক্রেতাদের সমাগম না হওয়ায় ব্যবসা পুরোদমে জমে উঠছে না। অন্যদিকে বৃহত্তর ঈদগাঁওর বিভিন্ন এলাকায় গেল দুই বারের মত বন্যার পানিতে প্লাবিত হয়ে পড়েছে পাড়া মহল্লা। যার ফলে লোকজন বাজার মুখী হতে পারছেনা কোন ভাবে। এ বিষয়ে কয়েক ব্যবসায়ির সাথে কথা হলে তারা জানান-ঈদগাঁও বাজারে বর্ষা মৌসুমে পুরো বাজার প্লাবিত হওয়ায় ব্যবসা-বানিজ্যে ধস নেমেছে।

পাঠকের মতামত: