ঢাকা,বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪

ঈদগাঁওতে নিয়ন্ত্রনের বাইরে “চাউল” বাজার, দেখার কেউ নেই

নিজস্ব প্রতিবেদক, ঈদগাঁও :: লকডাউনের সুযোগে সদরের বৃহৎ বানিজ্যিক কেন্দ্র ঈদগাঁও বাজারে চাউলের দাম নিয়ন্ত্রনের বাইরে বললেই চলে। দেখার যেন কেউ নেই।

বাজারে হঠাৎ চালের দাম বাড়িয়েছে স্থানীয় চাল ব্যবসায়ীর। এতে বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যম আয়ের মানুষ। অতিরিক্ত মুনাফালোভী ঐ সকল অসাধু ব্যবসায়ীদের চালবাজিতে দিশে হারা হয়ে পড়েন খেটে খাওয়া লোকজন।

২৮ শে মার্চ রাত্রে ঈদগাঁও বাজারের এক খুচরা চাউল ব্যবসায়ীর সাথে কথা হলে তিনি জানিয়েছেন, মোটা গাজী চাউল পূর্বে ১৭শত ৫০ টাকা,বর্ত মানে ১৮শত ৫০ টাকা,মিনিক্যাট পূর্বেই ১৭ শত ৫০ টাকা,বর্তমানে ১৯শত টাকা,নতুন চাউল পূর্বে ১ হাজার ৫শত টাকা, বর্তমানে ১৬শ টাকায় বিক্রি হচ্ছে। খুচরা হিসেবে প্রতিকেজিতে ৪/৫ টাকা বৃদ্বি পেয়েছে। আরো জানান,এসব চাউল বস্তা পাইকারী দোকানে পূর্ব মূল্যের চেয়ে বস্তা প্রতি ৩শত/৪শত টাকা অতিরিক্ত দামে বিক্রি করছেন এখানকার চাল ব্যবসায়ীরা। নেই কোন তদারকি।

চাউল ক্রেতা জিল্লুল এহেচান ও অনুপম পাল  জানান,একদিকে করোনা ভাইরাস আতংকে লোকজন ঘরবাড়ী থেকে বের হচ্ছেনা,দোকান পাঠ সব লকডাউনে,অন্যদিকে চাল ব্যবসায়ীরা দ্বিগুন দামে চাল বিক্রয়ে বিপাকে পড়েছেন বৃহত্তর এলাকার সাধারন লোকজন। এর থেকে পরিত্রান চাই।

সাধারন লোকজন জানান, চাউল বাজারে নেই মূল্য তালিকা। মনগড়া দামে হিমশিম খাচ্ছে অস হায়, দৈনিক আয়ের উপর নির্ভরশীল লোকজন। খুচরা চাউল কিনতে গিয়ে একেকটি একেক দামে বিক্রি করছে বিক্রেতারা। নেই কোন প্রকার নিয়ন্ত্রন।

পাইকারী এক চাউল ব্যবসায়ীর মুঠোফোনে সং যোগ না পাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

পাঠকের মতামত: