ঢাকা,শনিবার, ১৬ নভেম্বর ২০২৪

ঈদগাঁও বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদ নির্বাচনে ১৩ পদে ৫৩ প্রার্থী

এম আবুহেনা সাগর, ঈদগাঁও:
ঈদগাঁও বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র বিক্রির শেষ দিনে ১৩টি পদে ৫৩ প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছে। ৯ ফ্রেরুয়ারী মনোনয়ন ফরম জমার ধার্য দিন।
৮ ফ্রেরুয়ারী নির্বাচনের মনোনয়ন ফরম বিক্রির শেষ দিন বিকেল ৪টা পর্যন্ত সভাপতি পদে ৪জন মনোনয়নপত্র সংগ্রহ করেন।
তারা হলেন -হোটেল নিউষ্টারের স্বত্বাধিকারী আরিফুর রহিম, সেলিম মোর্শেদ ফরাজী, শাহনেওয়াজ চৌধুরী মিন্টু, স্বর্ণ ব্যবসায়ী ভবেষ আচায্যে।
সহ সভাপতি পদে -গফুর আলম চৌধুরী, রায়হান আমিন, মানিক, মুজিবুল হক।
সাধারন সম্পাদক পদে -বাজার কমিটির বর্তমান সদস্য সচিব রাজিবুল হক চৌধুরী রিকো, সাবেক সাধারণ সম্পাদক মুফিজুর রহমান, মাছ বাজার ব্যবসায়ী নেতা শহিদুল ইসলাম, শাহিন জাহান চৌধুরী।
সহ সাধারণ সম্পাদক -সৌখিন টেইর্লাসের স্বত্বাধিকা রী নুরুল আবছার, বিগবসের স্বত্বাধিকারী হাসান তারেক, জয় ভিডিও এন্ড পুষ্পালয়ের স্বত্বাধিকারী এম নাছির উদ্দিন জয় এবং কাসেম।
দপ্তর সম্পাদকে বর্তমান আহবায়ক কমিটির দপ্তর সম্পাদক ছৈয়দ করিম এবং নাছির উদ্দিন।
প্রচার সম্পাদকে সাবেক বাজার কমিটির প্রচার সম্পাদক সাকলাইন মোস্তাক, গনমাধ্যমকর্মী মো: রেজাউল করিম ও এছারুল হক নুরী।
অর্থ সম্পাদকে ফার্মেসী ব্যবসায়ী নুরুল হুদা, ফার্নিচার ব্যবসায়ী আবুল কাসেম ও হার্ডওর্যাড় ব্যবসায়ী নুরুল আমিন।
এছাড়া ৬টি ওর্যাড়ে সদস্য পদে ২৯জন মনোনয়ন ফরম নেন।
অবশেষে প্রার্থীরা নড়েচড়ে বসতে শুরু করে। ব্যবসায়ীদের মাঝে আশার আলো জেগেছে। কেননা,নির্বাচিত কমিটির নেতৃত্বে বাজার কেন্দ্রীক উন্নয়ন,শৃংখলা ও নিরাপত্তা ফিরে আসবে। বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচনের দিনক্ষন যতই ঘনিয়ে আসছে,ততই ব্যবসায়ীদের মাঝে উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হচ্ছে। নড়েচড়ে বসছেন একঝাঁক নবীন প্রবীন প্রার্থীরা।
বাজার কেন্দ্রিক নানান সংগঠনের সাথে বৈঠক বা আলাপচারিতাসহ হরেক রকমের হিসেব নিকেশ মেলাচ্ছেন প্রার্থীরা এখন থেকেই। এমনকি চুলচেঁড়া বিশ্লেষন করে জয়ের ধারপ্রান্তে আসতেই ভোটের অংক মিলাতে শুরু করছেন প্রার্থীসহ শুভাকাংখীরা।
তবে সবকটি পদে জনপ্রিয়তা,উন্নয়নমুখী আর বলিষ্ট নেতৃত্ব বাচাই করবেন ব্যবসায়ীরা। অতীতে কারা বাজারকেন্দ্রীক বা ব্যবসায়ীদের কল্যানে এগিয়ে এসেছিল,ব্যবসায়ীদের সমস্যায় সহায়তা করেছিল বা পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল,এসব বিষয়াদি নিয়ে পর্যবেক্ষক করবেন বাজারের ব্যবসায়ীরা। এমন মন্তব্যও শোনা যাচ্ছে অনেকেরই মুখে।

পাঠকের মতামত: