ঢাকা,বুধবার, ১ জানুয়ারী ২০২৫

ঈদ বাজারে তরুনিদের ভীড় জুয়েলারির দোকানে

পারভিন আকতার, চকরিয়া :::
ঈদের  জামা জুতা কেনার পালা শেষ অনেকের,কিন্তু শুধু জামা জুতাই কি নারীর সাজ পূর্ন হয়?তাই তরুনীরা এখন ভীড় জমাচেছ জুয়েলারির দোকানে। জামার সাথে ম্যাচিং করে কিনে নিচেছ যে যার পচছন্দের জুয়েলারি।শুধু তরুনিরাই নয় শিশুরও এ আনন্দ থেকে কম যায়না।তাই বড়দের সাথে ছোটরাও ভীড় জমাচেছ জুয়েলারির দোকানে। সালাম মার্কেটের ২য় তলায় স্টার প্লাসে পায়েল পছন্দ করছিলো ছোট্ট মনি নেহা কিন্তু তার আগে চায় লাল চুরি আর লাল ব্যাগ।সে বলে “লাল জামা জুতো নিয়েছি তাই আগে লাল চুরি আর ব্যাগ কিনব।” তরুনীরাও জামার সাথে ম্যাচিং করে কিনছে দুল, হার, চুরি, মালা, আংটি ইত্যাদি। র্উমি জুয়েলারি শপ থেকে দুল কিনছিলেন কর্মজীবি নারী আরেফা জাহান তিনি বলেন “সারা বছরের মধ্যে ঈদেই ত্রকটু কেনাকাটা করি পোশাকের সাথে মিলিয়ে জুয়েলারি না কিনলে যেন ঈদের কেনাকাটা পূর্ন হয়না।” জয়া জুয়ের্লাস থেকে গোল্ড প্লেটের নেকলেস কিনছিলেন কক্সবাজার সরকারি কলেজের ছাত্রী নুসরাত জাহান তিনি বলেন“সারা বছরে ত্রকটাই তো ঈদ । আর ঈদে নিজেকে সাজাতে গহনার জুরি নেই।” সোনার দাম বেশি হওয়াতে গোল্ড পেট,মুক্তা,পাথরের গহনা,ত্রবং ইমিটেসনের দিকে ঝুকছেন তরুনিরা।জুয়েলারি শপ গুলোও ঈদ উপলক্ষে দোকার সাজিয়েছে নানা  রকমের বাহারী সব গহনাতে। জয়া জুয়েলার্সের মালিক স্বপন জানিয়েছেন গোল্ড প্লেটের,দুল,আংটি,নেকলেস বিক্রি হচেছ বেশি। গোল্ড প্লেটের ত্রসব সেটের দাম ১ থেকে ১০ হাজার টাকার মধ্যে। স্টার প্লাসের মালিক র্কতিৃৃপক্ষ জানিয়েছেন পাথরের সেট,পাকিস্তানি সেটিং,জয়পুরি দুল,মরিপুরি দুল,চায়না দুল,ইন্ডিয়ান দুল,হংকং দুল,বিভিন্ন ডিজাইনের কাচের চুরি,জয়পুরি,মনিপুরি চুরি,গ্যারান্টি চুরি ইত্যাদি জুয়েলারি এবার আনা হয়েছে। তবে ইন্ডিয়ান,চায়না,পাকিস্তানি দুল তরুনিরা বেশি পছন্দ করছে।  পাকিস্তানি সেটিং বিক্রি হচেছ ২ থেকে ৬ হাজার টাকায়,জয়পুরি ঝুমকা ৩’শ থেকে ১ হাজার টাকা,মনিপুরি দুল ১৫০ থেকে ২৫০ টাকা,চায়না ও  ইন্ডিয়ান দুল২’শ থেকে ৫’ শ টাকা,হংকং দুল ৪’শ থেকে ৫’শ টাকা। এছাড়া বেশ বিক্রি হচেছ লেডিস র্পাস। এগুলোর দাম ৫’শ থেকে ২ হাজার ৫’শ টাকায়।

পাঠকের মতামত: