ঢাকা,সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫

ইয়াবাসহ এনজিও কর্মী চকরিয়ার মুবিনা ইয়াসমিন মরিচ্যা চেক পোস্টে ধৃত

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :: কক্সবাজার-টেকনাফ সড়কে রামু-মরিচ্যা বিজিবি’র যৌথ চেকপোস্টে এনজিও Cap 6 medear নামক এনজিও’র এক কর্মীকে ৯৫০ পিচ ইয়াবাসহ আটক করে বিজিবি।

আটককৃত এনজিও কর্মীর নাম মুবিনা ইয়াসমিন। তাঁর বাড়ি চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নে বলে জানা গেছে।

মুবিনা ইয়াসমিন’কে বিজিবি রামু থানায় সোপর্দ করার পর তার বিরদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিজিবি’র এক সদস্য বাদী হয়ে মামলা দায়ের করেছেন বলে রামু থানা’র ওসি আবুল খায়ের চকরিয়া নিউজকে নিশ্চিত করেছেন।

পাঠকের মতামত: