ঢাকা,মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪

ইভটিজিং ঈদগাঁওতে যুবককে ৩ মাসের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, ঈদগাঁও ::

কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওতে এক মাদ্রাসা ছাত্রীকে ইভটিজিং করায় এক যুবককে ৩ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। দন্ডপ্রাপ্ত যুবক ঈদগাঁও ইউনিয়নের পশ্চিম ভাদিতলা হাসিনা পাহাড় এলাকার নুরুল মোস্তফা ধলুর ছেলে মামুন অর রশিদ বলে গেছে।
প্রাপ্ত তথ্য মতে,স্থানীয় মাদ্রাসার ৮ম শ্রেনীর ছাত্রী  মাদ্রাসা ছুটির পর বিকাল সাড়ে পাঁচটার দিকে বাড়ি ফেরার পথে হাসিনা পাহাড় এলাকায় পৌছলে মেয়েটিকে উত্ত্যক্ত ও শ্লীলতাহানির চেষ্টা চালায় এবং অশ্লীল ভাষায় কু-প্রস্তাব দেয়। এমন দৃশ্য স্থানীয়রা দেখে ফেললে তাকে জনতা আটক করে। পরে তাকে ঈদগাঁও তদন্ত কেন্দ্রে পুলিশের কাছের নিয়ে যাওয়া হয়। একই দিন রাতে তাকে কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রট
হাবিবুল হাসানের কাছে নিয়ে গেলে দোষী সাব্যস্ত হওয়ায় ভ্রাম্যমান আদালত বসিয়ে তাকে ৩ মাসের সশ্রম কারাদন্ড দেওয়া হয়।

পাঠকের মতামত: