কক্সবাজার প্রতিনিধি :: নদীর একুল ভাঙ্গে, ঐকুল গড়ে, এইতো নদীর খেলা। কক্সবাজারের দীর্ঘতম সমুদ্র সৈকত উখিয়ার ইনানীতে জেগে উঠা বালুকাময় বিশাল চরের বাস্তব দৃশ্য দেখলে মরমী কণ্ঠ শিল্পী আব্দুল আলিমের গাওয়া এ গানটির কথা স্মরন হয়। সম্প্রতি জেগে উঠা এ চরে বেড়ে উঠেছে অসংখ্য ঝাউ বিথী। পর্যটকরা দীর্ঘ পথ পেরিয়ে সেখানে মনোমুগ্ধকর পরিবেশ অবলোকন করতে দেখা যায়। পরিবেশ বাদীরা মনে করছেন প্রাকৃতিক উপায়ে বেড়ে উঠা এ চর উখিয়ার পর্যটন শিল্পকে আরো আকর্ষনীয় ও মনোমুগ্ধকর পরিবেশের দৃশ্যতম দৃষ্টান্ত স্থাপন করবে। যদি জেগে উঠা এ চরকে সরকারি ভাবে সংরক্ষন করা হয়।
সরজমিন মাদারবনিয়া উপকুল থেকে হিমছড়ি ব্লক বীচ এলাকা ঘুরে স্থানীয় ব্যবসায়ী আব্দুস ছালামের (৫৫) সাথে কথা বলে জানা যায়, তারা স্বপরিবারে মেরিন ড্রাইভ সংলগ্ন সু উচ্ছ পাহাড়ের পাদদেশে জীবনের ঝুকি নিয়ে বসবাস করে আসছে যুগযুগ ধরে। সে জানান, মেরিন ড্রাইভের অপর প্রান্তে তাদের বিশাল জমিজমা, বসতবাড়ী ও ক্ষেত খামার ছিল। ২০১০ সালের দিকে সাগরের করাল ঘাসে তা বিলীন হয়ে যায়। সর্বশান্ত হয়ে আশ্রয় নেয় পাহাড়ের পাদদেশে। সে জানান, গত কয়েক বছর ধরে বিলীন হয়ে যাওয়া জমিজমা চর আকারে জেগে উঠছে। ওই জমির মালিকানা দাবী করা যাবে কিনা জানতে চাওয়া হলে তিনি জানান, জেগে উঠা চর সরকার নিয়ন্ত্রন করছে। তাই তাদের জমি দাবী করার কোন যুক্তি নাই। তবে তিনি এও বলেন, তাদের প্রয়োজনীয় দলিল পত্র রয়েছে।
প্রত্যক্ষদর্শী স্থানীয় ইউপি সদস্য নাজিম উদ্দিন মেম্বার জানান, ২০১০-১১ সালের দিকে সাগর ছিল বর্তমান মেরিন ড্রাইভ সংলগ্ন এলাকায়। বর্তমানে মাঝখানে রেজুখালের শাখা প্রশাখা বয়ে গেলেও ভাঠার সময় তাও শুকিয়ে যায়। ফলে ইনানী চলে গেছে অনেক দুরে। আগে যেখানে পর্যটকরা সাগরের অপার সৌন্দর্য্য উপভোগ করতো, তা এখন আর নেই। পর্যটকদের সাগরের লোনা জল নিয়ে খেলা করতে হলে মেরিন ড্রাইভ থেকে অন্তত পক্ষে ১ কিলোমিটার হেটে গিয়ে সাগরের দৃশ্য অবলোকন করতে হয়। তিনি বলেন, ইনানীর বিস্তৃর্ন এলাকাজুড়ে যে চর জেগে উঠেছে তা সংরক্ষন করা না হলে ক্ষমতাধর রাঘববোয়ালদের করায়ত্বে চলে যেতে পারে জেগে উঠা এ চর। পাশাপাশি হিমছড়ি এলাকার ভাঙ্গন রোধে সেনা সদস্যরা অক্লান্ত পরিশ্রম করে গেলেও প্রকৃতির সাথে যুদ্ধ করে মেরিন ড্রাইভের স্থায়িত্ব রাখা কতটুকু সম্ভব তা নিয়েও ভাবভার বিষয়।
কক্সবাজার তথ্য পরিবেশ মৎস্য উন্নয়ন বিষয়ক প্রতিষ্টানের কনসালটেন্ট বিশ^জিৎ দাশ জানান, সাগরে নতুন ভুমি জেগে উঠা বা সংযুক্ত হওয়া ভুমি সম্প্রসারনের সহায়ক। চর জেগে উঠলে ভাঙ্গনে বিপর্যস্ত সাগর সম্প্রসারন ও পর্যটন শিল্পের বিকাশে দৃশ্যমান ভুমিকা রাখে। তিনি বলেন, বর্তমানে ব্লক বীচ থেকে মাদারবনিয়া পর্যন্ত যে চরটি জেগে উঠেছে তা সংরক্ষন করা না হলে সমুদ্র এলাকা দুর্লভ ও দৃষ্টিনন্দন ইনানী সৈকতের প্রকৃতি ও ঐতিহ্য হারিয়ে যাওয়ার আশংকা রয়েছে। এ প্রসঙ্গে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান অবসর প্রাপ্ত লেঃ কর্ণেল ফোরকান আহম্মদ তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, জেগে উঠা চর পর্যটনের উত্তোরন হবে। তবে তা যথাসময়ে সংরক্ষন করতে হবে। ইনানী বীচ ম্যানেজমেন্ট কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নিকারুজ্জামান চৌধুরী জানান, ইনানী দিনদিন বড় হচ্ছে। তাই পর্যটন শিল্পের মাধ্যমে সরকারি রাজস্ব আদায় করা সম্ভব। তবে জেগে উঠা চরকে দৃষ্টিনন্দন করতে পদক্ষেপ নেওয়ার দরকার বলে তিনি মনে করেন। ইনানীতে যত্রতত্র গড়ে উঠা ব্যবসা প্রতিষ্টানের ব্যাপারে ইউএনও বলেন, পর্যটন শিল্পের উন্নয়নের স্বার্থে ওই সব স্থাপনা উচ্ছেদ করে দেওয়া হবে।
প্রকাশ:
২০১৮-১১-২৪ ১৫:১৭:২৪
আপডেট:২০১৮-১১-২৪ ১৫:১৭:২৪
- চকরিয়ার ফাঁসিয়াখালীতে সন্ত্রাসী হামলায় বিএনপির সেক্রেটারীসহ ২জনকে কুপিয়ে জখম
- কক্সবাজার প্রেস ক্লাবের জটিলতা নিরসনে জেলা প্রশাসকের হস্তক্ষেপ চেয়ে স্মারকলিপি
- চকরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা সাঈদী ফেনী থেকে গ্রেফতার
- মেদাকচ্ছপিয়ায় পিপলস ফোরাম সাধারণ কমিটির সভা অনুষ্ঠিত
- সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন জামায়াতের কর্মী ও দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত
- পেকুয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত-আহতের পরিবারকে সরকারি অনুদান
- নব্য দোসরদের কারণে সাংবাদিকরা কক্সবাজার প্রেসক্লাবের সদস্য পদ পাচ্ছে না
- ঈদগাঁওতে চেয়ারম্যান জনি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- পাউবোর অবহেলায় মাতামুহুরির সেচ সংকট, বিপাকে লক্ষাধিক কৃষক
- পেকুয়ায় অটোচালক খুনের ঘটনায় ইউপি সদস্যসহ ১২ জনের বিরুদ্ধে মামলা
- চকরিয়ার মালুমঘাটে ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধ নিহত
- প্রশাসনকে সকল দলের প্রতি বৈষম্যহীন আচরণ করতে হবে
- নব্য দোসরদের কারণে সাংবাদিকরা কক্সবাজার প্রেসক্লাবের সদস্য পদ পাচ্ছে না
- ডুলাহাজারা সাফারি পার্কে বন্যপ্রাণী শিকার করতে গিয়ে বন্দুক রেখে পালালো ২ জন
- পাউবোর অবহেলায় মাতামুহুরির সেচ সংকট, বিপাকে লক্ষাধিক কৃষক
- চকরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা সাঈদী ফেনী থেকে গ্রেফতার
- পেকুয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত-আহতের পরিবারকে সরকারি অনুদান
- চকরিয়ায় আলোচিত ডাবল মার্ডার মামলার দুই পলাতক আসামি গ্রেফতার
- চকরিয়ায় মাষ্টার মাইন্ড অটো ব্রিকস ফ্যাক্টরিতে ২ নির্মাণ শ্রমিকের মৃত্যু
- পেকুয়ায় অটোচালক খুনের ঘটনায় ইউপি সদস্যসহ ১২ জনের বিরুদ্ধে মামলা
- চকরিয়ার এক ব্যক্তিকে বাঁশখালীতে অজ্ঞান অবস্থায় পাওয়া গেছে
- ঈদগাঁওতে চেয়ারম্যান জনি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
পাঠকের মতামত: