ঢাকা,শনিবার, ২ নভেম্বর ২০২৪

আল-আকসা মসজিদে হামলা

অনলাইন ডেস্ক ::  আজ রবিবার ঈদুল আজহা উদযাপিত হচ্ছে মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে। আর ঈদুল আজহার দিনেই জেরুজালেমে অবস্থিত ইসলাম ধর্মের অন্যতম পবিত্র স্থান আল-আকসা মসজিদে হামলা চালিয়েছে ইসরায়েলের পুলিশ।

এএফপি, রয়টার্স, জেরুজালেম পোস্টের খবরে এই তথ্য জানা যায়। ঈদুল আজহার প্রথম দিনে নামাজ আদায় করতে মুসলিমদের প্রথম কিবলা আল-আকসা মসজিদে উপস্থিত হন হাজার হাজার ফিলিস্তিনি। পরে নামাজরত মুসল্লিদের ওপর চলে হামলা।

মুসল্লিদের ওপর ইসরায়েলি পুলিশ হামলা চালালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ডজন খানেক আহত হয়েছেন। তবে সংখ্যাটা কত তা নিশ্চিত করে জানা যায়নি।

এদিকে সংঘাত এড়াতে ইহুদিদের আল-আকসায় প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে ইসরায়েলি পুলিশ। তবে শেষ পর্যন্ত তাদের ঢুকতে দেওয়া হতে পারে এমনটা আশঙ্কা করছেন মুসলিমরা।

পাঠকের মতামত: