ঢাকা,রোববার, ১২ জানুয়ারী ২০২৫

আরব আমিরাতে প্রবাসী কক্সবাজারের প্রজন্ম মন্ডলদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

আরব আমিরাত প্রতিনিধি ::   সংযুক্ত আরব আমিরাতে ৭ই জুন জুমাবার প্রবাসী কক্সবাজারের প্রজন্ম মন্ডলদের নিয়ে ঈদ পুনর্মিলনী মীর কামালের বাসভবনে অনুষ্ঠিত হয়। চকরিয়া উপজেলার ঐতিহ্যবাহী মন্ডল বংশের উত্তরাধিকারীই আমরা প্রজন্ম মন্ডল। যা মন্ডল রেনেসাঁর পথিকৃৎ মীর কামালের অনুপ্রেরনায় আনুষ্ঠানিক গোড়া পত্তন হল। এখানে উপস্থিত ছিলেন মন্ডল বংশের ছায়া একক অভিভাবক চিরিংগা জনতা মার্কেটস্থ মরহুম মোজাহের কোম্পানির সন্তান মওলানা আনোয়ার আলম, অত্যন্ত সম্মানজনক পেশায় নিয়াোজিত ইমাম ও খতিব মওলানা মুহাম্মদ আলী। আদী মন্ডল পাড়া রামু ঐতিহ্যবাহী পরিবারের সন্তান মুফতি দেলোয়ার। প্রগতিশীল মন্ডল মরহুম ডাক্তার আবদু ছোবহানের ছেলে ডাক্তার মাসুদ ছরওয়ার।  এ পারিবারিক পরিবেশে জাঁকজমকপূর্ণ প্রজন্ম মন্ডলের ঈদ পুনর্মিলনীতে সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন প্রান্তে  অবস্তিত ব্যবসায়ী, ইমাম, খতিব, পেশাজীবী, প্রজন্ম মন্ডলরা অংশ গ্রহণ করে। মন্ডলের ইতিহাস, ঐতিহ্য স্বতন্ত্র বৈশিষ্ট্য পরস্পর পরস্পরের রক্ত সম্পর্কের আত্নীয় এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। মন্ডলের শিক্ষা, স্বাধীনতা সংগ্রামে মন্ডল জাতীর পিতা মরহুম আবদুল মালেক মাস্টারের অবদান, মন্ডলের জাতীয় অভিভাবক মরহুম মোজাহের কোম্পানিসহ মন্ডলের কৃতিমান পুরুষ দের মাগফিরাতের জন্য দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন চিরিঙ্গা মাদ্রাসার মোহতামিম মওলানা আনোয়ারুল আলম।

পাঠকের মতামত: