ঢাকা,বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫

আমেরিকার ইতিহাসে প্রথম

north_dakotaআমেরিকার নর্থ ডাকোটা অঙ্গরাজ্যের বাসিন্দা কারা মুন্ড এবার মিস আমেরিকা নির্বাচিত হয়েছেন। রবিবার রাতে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে তাকে মিস আমেরিকা ঘোষণা করা হয়।

লাইফস্টাইল, ফিটনেস, মেধা, সাক্ষাৎকার, সরাসরি প্রশ্নে আমেরিকার বিভিন্ন রাজ্য থেকে আসা প্রায় অর্ধশতাধিক প্রতিযোগীকে হারিয়ে তিনি এ গৌরব অর্জন করেন।

মিস আমেরিকা আয়োজনের এ শতাব্দী পূর্ণ হলেও নর্থ ডাকোটার কোনো তরুণী এ খেতাব জিততে পারেনি। কারা মুন্ড সে হিসেবে ইতিহাস গড়েছেন। ২৩ বছর কারা মুন্ড স্নাতক করেছেন ব্রাউন ইউনিভার্সিটি থেকে। এখন নটর ডেম ইউনিভার্সিটিতে আইন বিষয় পড়ছেন। আমেরিকার নতুন মিস আমেরিকা কারা মুন্ড রোল মডেল হিসেবে অনুসরণ করেন নিজের মাকে।  সূত্র : রয়টার্স

পাঠকের মতামত: