ঢাকা,মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪

আগামী দিনে কঠিন লড়াই সংগ্রামে জিততে সাধারণ মানুষের সমর্থন লাগবে -লুৎফুর রহমান কাজল

ssssssssssআগামী দিনে কঠিন লড়াই সংগ্রামে জিততে হলে সাধারণ মানুষের সমর্থন লাগবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় মৎস্যজীবী বিষয়ক সম্পাদক সাবেক এমপি লুৎফুর রহমান কাজল। তিনি বলেন, বিএনপি গণমানুষের দল। সবশ্রেনীর মানুষকে দলীয় কর্মসুচিতে সম্পৃক্ত করতে হবে। কেন্দ্র ঘোষিত সদস্য সংগ্রহ অভিযানের মাধ্যমে তৃণমূলে দলকে আরো বেশী শক্তিশালী করতে হবে।

কক্সবাজার জেলা শ্রমিকদলের প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ অভিযান উদ্বোধনকালে লুৎফুর রহমান কাজল এসব কথা বলেন।

মঙ্গলবার (৮ আগষ্ট) বিকালে শহীদ সরণিস্থ দলীয় কার্যালয়ে জেলা শ্রমিকদলের সভাপতি পৌর প্যানেল মেয়র রফিকুল ইসলামের সভাপতিত্বে এতে সদস্য সংগ্র্রহে সেরা শাখা সংগঠনকে পুরস্কৃত করার ঘোষণা দেন বিএনপির এই কেন্দ্রীয় নেতা।

জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক সাবেক পৌর কমিশনার কুতুব উদ্দিনের পরিচালনায় সদস্য সংগ্রহের এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক পিপি এডভোকেট শামীম আরা স্বপ্না ও দপ্তর সম্পাদক ইউসুপ বদরী।

বক্তৃতা করেন- জেলা ছাত্রদলের সভাপতি রাশেদুল হক রাসেল, জেলা শ্রমিকদলের সিনিয়র সহ-সভাপতি মুজিবুল হক চৌধুরী, সহ-সভাপতি আবদুশ শুক্কুর আজাদ, শহর শ্রমিকদলের সভাপতি এস্তাক আহমদ, সহ-সভাপতি হালিম ভান্ডারী, কুতুবদিয়া উপজেলা শ্রমিকদলের সভাপতি শাহাদাত হোসেন ভুট্টু, চকরিয়া উপজেলা শ্রমিকদলের সভাপতি জয়নাল আবেদীন, জেলা শ্রমিকদলের যুগ্ম-সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বাবু, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, রামু উপজেলা সভাপতি জাহেদুল ইসলাম, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা সভাপতি মো. বেলাল উদ্দিন, চকরিয়া পৌরসভা আহবায়ক নাসির উদ্দিন, টেকনাফ উপজেলা সভাপতি মোক্তার হোসেন দল্যা, কক্সবাজার শহর শাখার সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, আবাসিক হোটেল শ্রমিকদলের সভাপতি মোহাম্মদ আলী, জেলা শ্রমিকদলের যুব সম্পাদক রফিকুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক খোরশিদা বেগম, নারী শ্রমিকদল নেত্রী রশিদা বেগম, চকরিয়া পৌর শ্রমিকদলের প্রচার সম্পাদক নুরুল আমিন, উখিয়া উপজেলা শ্রমিকদলের সহ-সভাপতি নুর মোহাম্মদ সওদাগর, পেকুয়া উপজেলা শ্রমিকদলের প্রচার সম্পাদক জামাল উদ্দিন, শ্রমিক নেতা মো. মামুন, চকরিয়া পৌরসভার ৩ নং ওয়ার্ড সভাপতি মো. জাকের হোসেন প্রমুখ।

মো. রহিম উল্লাহর পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সভায় আরো উপস্থিত ছিলেন রামু উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আহমদ ছৈয়দ ফরমান, শিল্প অঞ্চলের ভারপ্রাপ্ত সভাপতি মোফাজ্জল হোসেন, মহেশখালী পৌরসভা সভাপতি মকসুদ আহমদ, উখিয়া উপজেলা সাধারণ সম্পাদক খোরশেদ আলম, চকরিয়া উপজেলা সাধারণ সম্পাদক মোসলেম উদ্দিন মোস্তাক, চকরিয়া পৌর সভার যুগ্ম-আহবায়ক জয়নাল আবেদীন, আবাসিক হোটেল শ্রমিকদলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ও মহেশখালী পৌরসভার সাধারণ সম্পাদক ফরহাদুল ইসলাম।

সভাশেষে জেলা শ্রমিকদলের সভাপতি পৌর প্যানেল মেয়র রফিকুল ইসলামের সদস্য নবায়ন ফরম পূরণের মাধ্যমে কর্মসুচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি এই জনপদের জনপ্রিয় নেতা লুৎফুর রহমান কাজল। উল্লেখ্য, আগামী ১ পেপ্টেম্বর পর্যন্ত সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসুচি চলবে।

পাঠকের মতামত: