ঢাকা,মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫

‘আওয়ামী লীগ ছেড়ে ভোট করলে ফল কী হবে তা ইনুও ভাল জানেন’

অনলাইন ডেস্ক ::

কুষ্টিয়ার মিরপুরে সমাবেশে আওয়ামী লীগ নেতাদের প্রতি জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর ক্ষোভ প্রকাশের পর তার প্রতিক্রিয়া জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, আওয়ামী লীগ ছাড়া নির্বাচনে গেলে তার কী ফল হবে তা ইনুও জানেন। আজ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে অংশ নিয়ে ওবায়দুল কাদের একথা বলেন।
কাদের বলেন, আলোচনা করা ঠিক নয়। উনার যা ক্ষোভ আছে, এটা আমরা দলীয় ফোরামে, সরকারি ফেরামে আলাপ করে নেব। চিন্তার কোনো কারণ নেই।
২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের সঙ্গে নির্বাচন করে তিনটি আসন পায় ইনুর নেতৃত্বাধীন জাসদ।
মেয়াদের শেষ দিকে এসে ইনু পান মন্ত্রিত্ব।
এরপর ২০১৪ সালের ৫ জানুয়ারি বিএনপির বর্জনের মধ্যে অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে জাসদ পায় পাঁচটি আসন। ইনুকে আবারও তথ্যমন্ত্রীর দায়িত্ব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পাঠকের মতামত: